
নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ী, বালিয়াকান্দি উপজেলার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক সভাপতি তাপোস ঘোষ( গোবিন্দ) গত রাত তিনটা তিরিশে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন তিনি দীর্ঘ দিন থেকে বিভিন্ন রোগভোগে অসুস্থ ছিলেন।মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৬৭ বছর।
তাপোষ ঘোষ জাসদের জন্মলগ্ন থেকে জাসদের একজন নিবেদন প্রাণকর্মী ছিলেন মৃত্যু কালে এক পুত্র ও দুই কন্যা ও স্ত্রী ও অনেক আত্মীয় স্বজন রেখে জান, আজ দুপুরে বালিয়াকান্দি শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক জাতীয় সংসদ সদস্য আঃ মতিন মিয়া তার শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মুনিরুল হক ও সাধারণ সম্পাদক আঃ লতিফ লাল, তাপোস ঘোষের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।