
অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলীর বিরুদ্ধে একটি দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলেজ শিক্ষক পরিষদ।
মঙ্গলবার বেলা সাড়ে বারোটার সময় কলেজের কনফারেন্স রুমে শিক্ষক পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়েজন করে তারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিব শংকর চক্রবর্তী। লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ অক্টোবর একটি দৈনিকে যে সংবাদটি প্রচার হয়েছে তা ভুল মিথ্যা ও বানোয়াট। এই সংবাদের কোন ভিত্তি নেই পাংশা সরকারি কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যেই এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত হাছনীন দায়িত্ব থাকাকালে তিনি বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। বর্তমান অধ্যক্ষকে কলেজ থেকে তাড়ানোর পায়তারা করছেন তিনি।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ক্যাপ্টেন ইয়ামিন আলী বলেন, আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ভুল সংবাদ প্রকাশ করায় পত্রিকাটিকে প্রতিবাদ করতে বলা হয়েছে এবং তাদেরকে প্রতিবাদ অনুলিপি দেওয়া হয়েছে। অভিযোগকারী নুসরাত হাছনীন এর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।