
লেখক মোঃ আতাউর রহমান

লোভের আগুনে পুড়ে অঙ্গার মানুষ, মানবতা।
শিশুর কোমল শরীর পুড়ে বারুদের বিস্ফোরণে।
কচি মুখের কান্না পৌছেনা
বীভৎস দানবের কানে।
মৃত আর আহত শিশুর নিষ্পাপ মুখ, সভ্যতার করে উপহাস,দেয় ধিক্কার।
আতঙ্কে নির্বিকার কোটি মানুষ
কাঁপেনা, থামেনা অশুর তান্ডব।
বোমার আঘাতে রক্ত ঝরে,ভেঙে পড়ে স্বপ্ন বসত।
নরকের আগুনের ঘি ঢালে,মুখোশি দানব, সভ্যতার আড়ালে ফিরে আসে হিটলারের পেতাত্মা!
বর্বরতার উল্লাসে আষ্ফালনে চলে,আতঙ্কিত করার পৈশাচিকতা।
প্রতিবাদ চলে কোটি জনতার কণ্ঠে ঘৃণার বিস্ফারিত স্লোগান।
মুক্তির আকাঙ্খায় বুকের রক্ত ঢালে। সময়ের রক্ত আখরে লেখা হয় বর্বরতার ইতিহাস।
একদিন সব সহানুভূতি উড়ে,ঘৃণার আগুনে পুড়ে নিঃশ্বেস হবে তুমি। ধবংস হবে তোমার দম্ভের প্রাসাদ।
অন্যকে পোড়াতে জ্বালালে যে আগুন ফিরে পাবে তার শত গুণ। যুদ্ধ নয়,শান্তি চায়,কোটি প্রাণ! শান্তির পায়ড়া উড়ানোর উৎসব কর, রুদ্ধ করে অশুর উত্থান।মানুষে মানুষের ভালোবাসায়, হাসুক ধরণী উদ্যান (ফিলিস্তিনের স্বাধীনতা পক্ষে, ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রেক্ষিতে লেখাটি)