
স্টাফ রিপোর্টার

রাজবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। ২৩ ও ২৪ জুলাই দুদিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে রাজবাড়ী শিল্পকলা একাডেমী কর্তৃক ২০২০,২০২১,২০২২ সনে ১৪ জন ব্যক্তি এবং একটি সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সম্মানিত সাংসদ আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, সুবর্ণা রানী সাহা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমখ। যারা সম্মাননা পেলেন তারা হলেন ২০১৯ সালের সম্মাননা পেয়েছেন গোলাম মওলা (নাট্যকলা), ডা. সুনীল কুমার বিশ্বাস (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), ননী গোপাল বিশ্বাস (কন্ঠ সংগীত), মো শামসুল উদ্দীন বিশ্বাস (যাত্রা শিল্পী), শ্রাবনী গুহ জয়া (নৃত্যকলা), ২০২০ সালে স্বদেশ নাট্যাঙ্গন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মো. ওলিউল হাসান (নাট্যকলা), শেখর রায় (যাত্রা শিল্পী), উত্তম কুমার গোস্বামী (কন্ঠ সংগীত), মো. আজমল হোসেন (লোক সংস্কৃতি)। ২০২১ সালে নির্মল কুমার চক্রবর্তী (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), লিটু করিম (নাট্যকলা), অপূর্ব সাহা দ্বিজেন (আবৃত্তি), জান্নাতুল ফেরদৌস মিমি (কন্ঠ সংগীত) ও বিশ্বজিৎ বিশ্বাস (যন্ত্র সংগীত)।
দুদিনের এই অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীরাজবাড়ী,দোলনচাঁপা সংগীত নিকেতন, বৈচিত্র সাহিত্য সংস্কৃতি সংগঠন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,পঞ্চ ভাস্কর,রামকান্তপুর ইউনিয়ন সংগীত নিকেতন, আপন শিল্পী-গোষ্ঠী, অরণী সাংস্কৃতিক সংসদ,গহন থিয়েটার, লালন বাউল সংগীত নিকেতন,উদ্ভাস নৃত্যকলা একাডেমি,দিব্য নৃত্যকলার পরিষদের শিল্পী বৃন্দ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলে।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কবি,সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতি মনা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। পরিশেষে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রধানদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমী রাজবাড়ী সভাপতি জনাব আবু কায়সার খান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার জনাব পার্থপ্রতিম দাস।


