
স্টাফ রিপোর্টার
রাজ বাড়িতে উদযাপিত হলো কবি আবু হাসান শাহারিয়ারের ৬৪ তম জন্মবার্ষিকী। ২৫ জানুয়ারি রবিবার দুপুর ১২টায় কালেক্টরেট স্কুল রাজবাড়ি প্রাঙ্গণে বৃক্ষ রোপন এর মাধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

বিকেল পাঁচটায় রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ওপুরুস্কারবিতরণ,আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ রাজবাড়ীর সভাপতি কমল কে সরকার,অরোণি সংগীত নিকেতনের সভাপতি মনিরুল হক,রাজবাড়ী কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ নুরুল হক আলম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, সম্পাদক রাজ্জাকুল আলম, জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিমা দাস,বিশ্বভারা প্রাণ, রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান, শিশু রাজ্যের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ বিশিষ্ট চিত্রশিল্পী গোলাম আলী, বিশিষ্ট চিত্রগ্রাহক আব্দুল হালিম বিশ্বাস, কবি আশ্রাব বাবু শিক্ষক সরোয়ার আলম সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোর ও অভিভাবক বৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি খোকন মাহমুদ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল জব্বার, মনিরুল হক,জান্নাতুল ফেরদৌস মিমি ও হৈমন্তী বিজয়া ও সালমা নাসরিন,অনুষ্ঠানে কবির কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান হয়।
আবু হাসান শাহরিয়ার (জন্ম: ২৫ জুন ১৯৫৯ ) বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক ও সাংবাদিক। তিনি দৈনিক পত্রিকা আমাদের সময়-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দৈনিক মুক্তকণ্ঠ ও দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালে বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।কাব্য ছাড়াও তার অন্যতম গ্রন্থ প্রামাণ্য শামসুর রাহমান।পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেপুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন স্বনামধন্য তরুণ চিত্রশিল্পী মোঃ সেলিম খান।
