
দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলার প্রতিনিধি রিয়াদ’কে ফুলেল শুভেচ্ছা
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি
জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য রিয়াদ হোসেন রুবেল।
এ উপলক্ষে (২৩ জুন) শুক্রবার সকাল ১১ টায় বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি সনজিৎ কুমার দাস, সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুক, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তৃতীয় মাত্রার বালিয়াকান্দি প্রতিনিধি সোহেল খান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দী পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি মো. আজমল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম, সদস্য জাকির হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বালিয়াকান্দি উপজেলার কালবেলা পত্রিকার নবনিযুক্ত প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল’কে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য পরামর্শ এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।