রাজবাড়ী ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে দুদিন ব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন ২০২৩ এর বর্ণাঢ্য আয়োজন আজ শেষ হলো।গত ২৬ শে মে বিকেল ৩:৩০ মিনিটে রাজবাড়ী শিল্প কলা একাডেমির মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক জনাব আবুল কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভারত থেকে আগত কথা সাহিত্যিক ড. আশরাফী খাতুন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ‍্যাড.ইমদাদুল হক বিশ্বাস, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক কবি রফিকুল রশিদ,কবি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর মালিক,ও বিশ্বভরা প্রাণফরিদপুরের সভাপতি কবি সফিক ইসলাম। উদ্বোধনী দিনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বশেষে মীর মশাররফ হোসেন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবৃত্তি শিল্পী শাহনাজ বেগম এর পরিচালনায় একঝাক ক্ষুদে শিক্ষার্থী সম্মিলিত মনোজ্ঞ আবৃত্তি পরিবেশন করে। সম্মেলন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ভারত, ঢাকা, রাজশাহী কুষ্টিয়া,পাবনা,ফরিদপুর, রাজবাড়ী জেলার প্রায় শতাধিক কবি সাহিত্যিক এই সম্মেলনে অংশগ্রহণ করে,সম্মেলন পরিনত হয় এক মিলন মেলায়।

২৭ মে অনুষ্ঠানের সমাপনী দিনে,ভারতের একজন সহ দশজনকে২০২২-২০২৩ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন ড.আশরাফী খাতুন,পশ্চিম বঙ্গ ভারত কথা সাহিত্যে, হাসনাত আমজাদ শিশু সাহিত্যে, শরিফ কায়কোবাদ কথা সাহিত্যে,শাহিনুর বেগম পপি সংগীতে,ফারহানা হক মিলি কথা সাহিত্যে, রফিকুর রশিদ কথা সাহিত্যে,ওবায়েদ আকাশ কথা সাহিত্যে, আনোয়ার কামাল লিটল ম্যাগাজিনে,ম,নিজাম নাট্য ও সংগঠকে, শাহ মোস্তফা আল রশিদকথা সাহিত্যে। অনুষ্ঠানে আমন্ত্রিত কবিগন কবি কন্ঠে কবিতা পাঠ করেন। যারা কবিতা পাঠ করেন তারা হলেন কবি শফিক ইসলাম,কবি নিলয় বিশ্বাস কবি মজনু আহমেদ,কবি ফৌজিয়া বেগম, কবি রিমা বেগম, শোভারানী,বীর মুক্তিযোদ্ধা ও কবি সুকুমার রায়,কবি সুজয় কুমার পাল,কবি আমির আলী মুন্সী,কবি আওয়াল আনোয়ার,কবি হামিদুর রহমান, কবি শাহিদা সুলতানা রিমা,কবি আলাউল হক বিশ্বাস,কবি আজিজা খানম,কবি সাহেদ মুশতার, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কবি মোঃ আতাউর রহমান

কবি পারভীন হক, কবি তাহমিনা পারভীন কবি বাবলু মওলা,কবি ইউসুফ বাশার আকাশ, বাচিক শিল্পী আহসান হাবিব, বাচিক শিল্পী শাহনাজ বেগম, কবি রিনা পারভীন সহ আরও অনেক কবিগন কবি কন্ঠে কবিতা পাঠ করেন । সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি অসীম সাহা বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অধ্যক্ষ কবি লেখক ও গবেষক ডক্টর ফকির আব্দুর রশিদ, কবি ও অবসরপ্রাপ্ত সচিব রামচন্দ্র পাল, সাবেক অধ্যক্ষ ও ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন কবি ও শিশু সাহিত্যিক শামসুল আলম কবি ও কন্ঠ শিল্পী অঞ্জনা সাহা।অনুষ্ঠানের এ পর্বে সম্মানিত অথিতিদের মাধ‍্যমে সদ‍্যপ্রকাশিত “কাব‍্য কথার অনুরণন “বইটির মোড়ক উন্মোচন করা হয়।দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, অনুষ্ঠানে আমন্ত্রিত প্রত‍্যেক অতিথি ও কবি সাহিত্যিকদের মীর মশাররফ এর ছবি সম্বলিত সুদৃশ্য ব‍্যাগ ও কাব‍্য কথার অনুরণন এর একটি করে কপি উপহার দেয়া হয়। সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জনাব মোঃ রাজ্জাকুল আলম। শিক্ষার্থীদের মধ‍্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ‍্যে পুরষ্কার বিতরণ করা হয় পরিশেষে শিল্পী শাহিনুর বেগম পপি জান্নাতুল ফেরদৌস মিমি ও সামিয়ান নুসরাত প্রজ্ঞার মনোজ্ঞ সংগীত পরিবেশনা মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Tag :
About Author Information

রাজবাড়ীতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন ২০২৩

প্রকাশিত : ০৭:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে দুদিন ব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন ২০২৩ এর বর্ণাঢ্য আয়োজন আজ শেষ হলো।গত ২৬ শে মে বিকেল ৩:৩০ মিনিটে রাজবাড়ী শিল্প কলা একাডেমির মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক জনাব আবুল কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভারত থেকে আগত কথা সাহিত্যিক ড. আশরাফী খাতুন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ‍্যাড.ইমদাদুল হক বিশ্বাস, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক কবি রফিকুল রশিদ,কবি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর মালিক,ও বিশ্বভরা প্রাণফরিদপুরের সভাপতি কবি সফিক ইসলাম। উদ্বোধনী দিনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বশেষে মীর মশাররফ হোসেন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবৃত্তি শিল্পী শাহনাজ বেগম এর পরিচালনায় একঝাক ক্ষুদে শিক্ষার্থী সম্মিলিত মনোজ্ঞ আবৃত্তি পরিবেশন করে। সম্মেলন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ভারত, ঢাকা, রাজশাহী কুষ্টিয়া,পাবনা,ফরিদপুর, রাজবাড়ী জেলার প্রায় শতাধিক কবি সাহিত্যিক এই সম্মেলনে অংশগ্রহণ করে,সম্মেলন পরিনত হয় এক মিলন মেলায়।

২৭ মে অনুষ্ঠানের সমাপনী দিনে,ভারতের একজন সহ দশজনকে২০২২-২০২৩ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন ড.আশরাফী খাতুন,পশ্চিম বঙ্গ ভারত কথা সাহিত্যে, হাসনাত আমজাদ শিশু সাহিত্যে, শরিফ কায়কোবাদ কথা সাহিত্যে,শাহিনুর বেগম পপি সংগীতে,ফারহানা হক মিলি কথা সাহিত্যে, রফিকুর রশিদ কথা সাহিত্যে,ওবায়েদ আকাশ কথা সাহিত্যে, আনোয়ার কামাল লিটল ম্যাগাজিনে,ম,নিজাম নাট্য ও সংগঠকে, শাহ মোস্তফা আল রশিদকথা সাহিত্যে। অনুষ্ঠানে আমন্ত্রিত কবিগন কবি কন্ঠে কবিতা পাঠ করেন। যারা কবিতা পাঠ করেন তারা হলেন কবি শফিক ইসলাম,কবি নিলয় বিশ্বাস কবি মজনু আহমেদ,কবি ফৌজিয়া বেগম, কবি রিমা বেগম, শোভারানী,বীর মুক্তিযোদ্ধা ও কবি সুকুমার রায়,কবি সুজয় কুমার পাল,কবি আমির আলী মুন্সী,কবি আওয়াল আনোয়ার,কবি হামিদুর রহমান, কবি শাহিদা সুলতানা রিমা,কবি আলাউল হক বিশ্বাস,কবি আজিজা খানম,কবি সাহেদ মুশতার, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কবি মোঃ আতাউর রহমান

কবি পারভীন হক, কবি তাহমিনা পারভীন কবি বাবলু মওলা,কবি ইউসুফ বাশার আকাশ, বাচিক শিল্পী আহসান হাবিব, বাচিক শিল্পী শাহনাজ বেগম, কবি রিনা পারভীন সহ আরও অনেক কবিগন কবি কন্ঠে কবিতা পাঠ করেন । সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি অসীম সাহা বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অধ্যক্ষ কবি লেখক ও গবেষক ডক্টর ফকির আব্দুর রশিদ, কবি ও অবসরপ্রাপ্ত সচিব রামচন্দ্র পাল, সাবেক অধ্যক্ষ ও ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন কবি ও শিশু সাহিত্যিক শামসুল আলম কবি ও কন্ঠ শিল্পী অঞ্জনা সাহা।অনুষ্ঠানের এ পর্বে সম্মানিত অথিতিদের মাধ‍্যমে সদ‍্যপ্রকাশিত “কাব‍্য কথার অনুরণন “বইটির মোড়ক উন্মোচন করা হয়।দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, অনুষ্ঠানে আমন্ত্রিত প্রত‍্যেক অতিথি ও কবি সাহিত্যিকদের মীর মশাররফ এর ছবি সম্বলিত সুদৃশ্য ব‍্যাগ ও কাব‍্য কথার অনুরণন এর একটি করে কপি উপহার দেয়া হয়। সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জনাব মোঃ রাজ্জাকুল আলম। শিক্ষার্থীদের মধ‍্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ‍্যে পুরষ্কার বিতরণ করা হয় পরিশেষে শিল্পী শাহিনুর বেগম পপি জান্নাতুল ফেরদৌস মিমি ও সামিয়ান নুসরাত প্রজ্ঞার মনোজ্ঞ সংগীত পরিবেশনা মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।