
স্টাফ রিপোর্টার
জেলা শিল্পকলা একাডেমী তে জাতীয় কবি নজরুল ইসলামের ১৪২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ বিকাল ৪ টায় শিল্পকলা একাডেমী তে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সূচিতে ছিল অগ্নিবীণা শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ”শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমী রাজবাড়ী জনাব আবু কায়সার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরক্ত পুলিশ সুপার জনাব মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান জনাব এ্যড.ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব হেদায়েত আলী সোহরাব, ও জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী সরকারি মহিলা কলেজের বাংলার প্রভাষক জনাব মোঃ মাসুদুজ্জামান। আলোচনা অনুষ্ঠানে সম্মানিত আলোচকগন জাতীয় কবির সাহিত্য দর্শন কবিতা গান ও চেতনা সমৃদ্ধ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অসাপ্রদায়িক কবি,সাম্যের কবি,
প্রেম ও মানুষের কবি, মানবতার কবি। অন্যায় আর নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহী,শোষিত বঞ্চিত,নিঃস্বের মুক্তির
স্বপ্নের কবির, চেতনায় শাণিত বঙ্গবন্ধু কন্ঠেও বেজেউঠেছিল একই সুর। দেখছেন শোষণমুক্ত সমাজের স্বপ্ন। বজ্র কন্ঠে ধ্বনিত হয়েছে,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।মানুষের মুক্তি ও অসাপ্রদায়িক বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন। দুখি মানুষের মুখে হাসী ফোটানোর স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধু।আলোচনায় এসব বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরণী সংস্কৃতি সংসদের সভাপতি মুনিরুল হক, বিশ্বভরা প্রাণের সভাপতি মোঃ আতাউর রহমান সিনিয়র সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন। রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক ও কবি খোকন মাহমুদ, আপন শিল্প গোষ্ঠীর সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু,স্বপ্ন চুড়া সংস্কৃতির সংঘের সভাপতি মোঃ আসিফ মাহমুদ, সমকালসুহৃদের সাবেক সভাপতি আহসান হাবিব হাসু,স্বদেশ নাট্যাঙ্গানের সেক্রেটারি অজয়দাস তালুকদার, রামকান্তপুর সংগীত নিকেতনের সেক্রেটারি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।


কবির বিখ্যাত বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন, এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও গোলাম মোর্তোজা সাগর নজরুল সংগীত পরিবেশন করেন চপল কুমার সর্ন্যাল, হামদ পরিবেশন করেন মোঃ হেদায়েত আলি সোহরাব,
অনুষ্ঠানে রেজাউল করিম লালন ও আরিফুজ্জামান চয়নের নির্দেশনা ও পরিচালনায় সমবেত মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
