
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দে বাবার জমি কুটকৌশল ও জোর খাটিয়ে লিখে নিতে না পারায় সাংবাদিককে মারপিট করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধার আগে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি মৌলভীবাজারে ওই সাংবাদিক চা পান করার সময় গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক গ্রামের ইসমাইল খাঁর ছেলে মুজাহিদ (২৫) ছিদ্দিক শেকের ছেলে লিওন শেখ (১৮) অজ্ঞাত আরো ৪/৫ জন যুবক এ ঘটনা ঘটায়।
জানাযায়, স্বরূপারচক গ্রামের ইসমাইল খা দীর্ঘদিন প্রবাসে থাকা অবস্থায় তার পাঠানো টাকা পয়সার হিসেব নিয়ে স্ত্রী রোকসানা বেগম ও ছেলে মুজাহিদদের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে তিনি দেশে ফিরে ঢাকায় থাকেন।
এক পর্যায়ে মা ও ছেলে কুটকৌশল সাজিয়ে ইসমাইলের জায়গা জমি লিখে নেয়ার ষড়যন্ত্র করে। ঘটনার দিন ইসমাইল তার স্ত্রী ও ছেলের অনুরোধে ঢাকা থেকে বাড়িতে আসছিলেন। দৌতদিয়া ঘাটে আসার পর স্ত্রী ও ছেলের ষড়যন্ত্র ইসমাইল জানতে পেরে ওখান থেকে তিনি ঢাকায় ফিরে যান। বিষয়টি তার ভগ্নিপতি সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ, ছোট ভাই ইছাক ও বড় ভাই নিজামকে অবগত করেন। সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ ঘটনার সত্যতা মুজাহিদকে জানতে চাইলে ঘটনা বিস্তারিত বলার কথা বলে মুজাহিদ তাকে মোবাইল ফোনে স্থানীয় মৌলভীবাজারে ডেকে নেয়। তিনি মৌলভীবাজারে গিয়ে চান পান করা অবস্থায় মুজাহিদ ও লিওন আরো ৪/৫ জন অজ্ঞাত সন্ত্রাসীকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রসহ অতর্কিত ভাবে হামলা করে তাকে মারপিট করে পালিয়ে যায়।
ইসমাইলের কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আসলে আমি চলে আসার পর ছেলেরা উনার গায়ে হাত তুলেছে এটা অন্যায় হয়েছে। আমি তাদেরকে বলেছি উনার কাছে মাপ চাইতে।
এ ব্যাপারে ওই সাংবাদিক গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।