
রিয়াদ হোসেন রুবেল বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে আসছিলো বলেই খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছে মানুষ। খালেদা জিয়ার শাসন কালে ঘূর্ণিঝড় সিডর হয়েছিল তখন চিটাগং, কুমিল্লা,বরিশাল ডিভিশনে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। এবার মোখার মতো এত বড় ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, শেখ হাসিনা সার্থকতার সাথে মোকাবেলা করেছে।এক জন মানুষও মারা যায় নাই।একটা সম্পদ নষ্ট হয় নাই।দুইজনের মধ্যে এটাই পার্থক্য,একজন গরীব মানুষকে ভালোবাসে আর একজন গরিব মানুষকে দেখতে পারেনা।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদ চত্তরে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন নিজেদের মধ্যে ভেদাভেদ, মনোমালিন্য ভুলে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকতে হবে। শেখ হাসিনাকে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারলেই দেশের উন্নয়ন হবে। বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশ হিসেবে অধিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিএনপি গল্প করে বেড়ায় ১০ তারিখের পরে খালেদা জিয়া দেশ চালাবে! আওয়ামীলীগের নেতাকর্মীরা তো মাঠে নামেই নাই, পুলিশের গুতোই ঠান্ডা। ওরা ক্ষমতায় যাওয়ার আশা করে! কিসের উপর ক্ষমতায় যাবে? বিদেশি এমবাসিতে গুড়লেই ক্ষমতায় যাওয়া যায়! ওসব বাদ দিয়ে মানুষের কাছে যাও।জনগণ ক্ষমতার মালিক। মানুষ যদি ক্ষমতায় বসায় তাহলেই ক্ষমতায় যেতে পারবা। বিদেশিদের কাছে ঘুরে লাভ নাই। জনগণের জন্য তুমরা কাজ করো নাই, তাই জনগণ তোমাদের ভোট দেবে না।
বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মকবুল হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনিরের সঞ্চায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদ, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন। এছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।