
বুধবার (২৬ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে বন্যা ফুড প্রোডাক্টস অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
রহিম শেখ ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের মৃত খবির শেখের ছেলে
রায়পুর গ্রামের ইউপি সদস্য মো. নজরুল ভুঁইয়া জানান, বন্যা ফুড প্রোডাক্টস অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিতে বৈদ্যুতিক মোটর মেরামতের কাজ করছিলেন রহিম। এ সময় মোটরের তারে টেপ পেঁচাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ফ্যাক্টরির লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই রহিম শেখের মৃত্যু হয়।