
বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস পালিত
স্টাফ রিপোর্টার মোঃ হাফিজুর রহমান
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২৬ মার্চ মহান
স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

দিবসটির শুরুতে সকালে সূর্য্যদ্বয়ের সাথে স্থে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের মুড়্যালে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক
ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিন ব্যাপি বিভিন্ন কর্ম সূচির উদ্বোধন করা
হয়। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের
সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি সম্মিলনী ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখোন
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব গোলাম রহমান মিঞা, উপজেলা
সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান
মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস
প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,
শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।