
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দের দৌলতদিয়া পুর্ব পাড়া (যৌনপল্লী) হতে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহতের নাম শাকিলা খাতুন (২৫)। সে পল্লীর তালাশী বাড়ীওয়ালীর বাড়ির ভাড়াটিয়া।
২৪ মার্চ শুক্রবার বিকেলে বাড়ির অপর এক ভাড়াটিয়া শাকিলার কক্ষের জানালা দিয়ে দেখতে পাই সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে তারা তালাশী বাড়ীওয়ালীর বাড়ির একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শাকিলার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।