
মোঃ আলাউল হক বিশ্বাস
স্বাধীনতা তুমি লাল সবুজের,
রক্তে খচিত একটি পতাকা।
তোমার রক্তস্রোতে আজ ও
বহে বাঙালির চেতনা।
স্বাধীনতা তুমি বধ্যভুমির,
বিদীর্ণ গুলির ব্যথা।
স্বাধীনতা তুমি দুরন্ত,
কিশোরের হাতে উড্ডিন পতাকা।
স্বাধীনতা তুমি উত্তাল সময়ের স্মৃতি,
বাংলার শহর থেকে গ্রাম।
দাউ দাউ আগুনে দগ্ধ ক্ষত।
স্বাধীনতা পথের ক্লেশ,
অনাহার, রাত দিন দলবদ্ধ চলা।
একটি উচ্চারিত শব্দ স্বাধীনতা,
প্রাপ্তির জ্বলন্ত শিখায়,
রনক্ষেত্র,মা হরালো সন্তান,
পিতা হরালো পুত্র,
বোন হারালো সম্ভ্রম,
বাক রুদ্ধ জননী,
বিধ্বস্ত বাংলা ভুমি,
রক্ত দামে কেনা স্বাধীনতা তুমি।
স্বাধীনতা আজ সমস্ত,
চেতনা জুড়ে একটি পাখি,
স্বাধীনতা তুমি কি শুধু,
একটি শব্দে আঁকা ছবি!
স্বাধীনতা তুমি কি স্বপ্ন ফানুস!
স্বাধীনতা তুমি সাম্যের সবার,
নাকি হাওয়া বাজি,
নাকি সবার ত্বরে উদার অসিম।