
শেখ মমিন:
রাজবাড়ীর গোয়ালন্দে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২:০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন: মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান- মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান- নার্গিস পারভিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃর্ধা, প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান সহ অন্যান্যরা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন: উপজেলা মৎস্য অফিসার শাহারিয়ার জামান সাবু।
এসময় অতিথি বৃন্দের উপস্হিততিতে লটারি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ২০ জন জেলেদের মাঝে ৫,০০,০০০ টাকার বখনা বাছুর বিতরণ করা হয়।