রাজবাড়ী ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো শিল্প সাহিত্য আড্ডা।

ষ্টাফ রিপোর্টার

আজ ৯ ডিসেম্বর ২০২২, গোয়লন্দ সাহাজউদ্দীন ইনস্টিটিউটে খেয়া সংস্কৃতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক শিল্প সাহিত্য আড্ডা।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ন‍াট‍্যঅভিনেতা আজিজুল হাকিম,বিশিষ্ট নাট‍্যকার জিনাত হাকিম,

প্রফেসর আলতাফ হোসেন,প্রফেসর আব্দুস সামাদ, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ‍্যাড. ইমদাদুল হক বিশ্বাস,আরিফা পারভীন। ম, নিজাম ও চায়না সাহার উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায় চলে বিকাল পাচটা পর্যন্ত

অনুষ্ঠানে কবি সালাম তাসির এর “স্বপ্নিল আকাশ ও রক্তিম সূর্য “ও তরুণ কবি সাহেদ মুশতার এর “দাহকালের ঘুন সন্ধি, দুটি কাব‍্য গন্থের মোড়ক উম্মোচন করা হয়। আবৃত্তি পরিবেশন করেন ইউসুফ বাসার আকাশ, সুজেয় কুমার, খোকন মাহমুদ,রশিদ আল কামাল,পারভীন হক, আজিজুল হক, ডাঃ মজনু,ইজাজ আহমেদ, রীনা পারভীন, কবি সালাম তাসির রচিত কবিতা “রুবির গল্প কথা”দ্বৌত কন্ঠে আবৃত্তি করেন সাহেদ মুশতার ও সাহানাজ বেগম।
ফরিদপুর- রাজবাড়ীর কবি সাহিত্যিক ও গন‍্যমান‍্য সাহিত্যপ্রেমী অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো শিল্প সাহিত্য আড্ডা।

প্রকাশিত : ০৫:০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

ষ্টাফ রিপোর্টার

আজ ৯ ডিসেম্বর ২০২২, গোয়লন্দ সাহাজউদ্দীন ইনস্টিটিউটে খেয়া সংস্কৃতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক শিল্প সাহিত্য আড্ডা।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ন‍াট‍্যঅভিনেতা আজিজুল হাকিম,বিশিষ্ট নাট‍্যকার জিনাত হাকিম,

প্রফেসর আলতাফ হোসেন,প্রফেসর আব্দুস সামাদ, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ‍্যাড. ইমদাদুল হক বিশ্বাস,আরিফা পারভীন। ম, নিজাম ও চায়না সাহার উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায় চলে বিকাল পাচটা পর্যন্ত

অনুষ্ঠানে কবি সালাম তাসির এর “স্বপ্নিল আকাশ ও রক্তিম সূর্য “ও তরুণ কবি সাহেদ মুশতার এর “দাহকালের ঘুন সন্ধি, দুটি কাব‍্য গন্থের মোড়ক উম্মোচন করা হয়। আবৃত্তি পরিবেশন করেন ইউসুফ বাসার আকাশ, সুজেয় কুমার, খোকন মাহমুদ,রশিদ আল কামাল,পারভীন হক, আজিজুল হক, ডাঃ মজনু,ইজাজ আহমেদ, রীনা পারভীন, কবি সালাম তাসির রচিত কবিতা “রুবির গল্প কথা”দ্বৌত কন্ঠে আবৃত্তি করেন সাহেদ মুশতার ও সাহানাজ বেগম।
ফরিদপুর- রাজবাড়ীর কবি সাহিত্যিক ও গন‍্যমান‍্য সাহিত্যপ্রেমী অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।