
নিউজ ডেস্ক
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অনুমোদনহীন দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকার কীটনাশক জব্দ ও দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা কৃষি অফিস।
রোববার (৪ ডিসেম্বর) একজন কৃষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিকালে অভিযান চালান উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সদর ইউনিয়নের খোদ্দমেগচামীর সার ব্যবসায়ী কামরুল হাসানের দোকানে অভিযান চালালে তার দোকান বন্ধ পাওয়া যায। পরবর্তীতে ভীমনগর বাজারে অভিযান চালান কামরুল শেখের দোকানে। কামরুল শেখের কীটনাশকের দোকান অনুমোদন না থাকায় মালামাল জব্দ করেন উপজেলা কৃষি অফিসার।
সেখানে ভেজাল কীটনাশক পাওয়ায় ও দোকানের রেজিস্ট্রেশন না থাকায় দোকানটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখারও নির্দেশ প্রদান করেন তিনি। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।