
ষ্টাফ রিপোর্টার
রাজবাড়ীতে উডহেড মঞ্চে জেলা শিল্প কলার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ২১নভেম্বর বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার জনাব পার্থ প্রতিম দাশ, সম্মিলিত সাংস্কৃতি জোট সভাপতি জনাব অসিম কুমার পাল,মীর মশাররফ হোসেন স্বৃতি সংসদ সভাপতি জনাব সালাম তাছির,সম্পাদক মোঃ রাজ্জাকুল আলম,বিশ্বভরা প্রাণ সভাপতি মোঃ আতাউর রহমান, রাজবাড়ী কবি পরিষদ, সভাপতি খোকন মাহমুদ, স্বপ্নচুড়া সংস্কৃতি সংগঠন সভাপতি জনাব আসিফ মাহমুদ, আপন শিল্পী গোষ্ঠীর সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু,আব্দুর রাজ্জাক রাজু, জিহাদুর রহমান। অজয়দাস তালুকদার প্রমুখ।
অংশগ্রহণকারী সংস্কৃতি গোষ্ঠী হলো,আপন শিল্প গোষ্ঠী,রামকান্তপুর সংগীত নিকেতন ও সমাজ কল্যাণ সংঘ,বাংলাদেশ ক্যাম্পাস থিয়েটার আন্দোলন,
যে সব শিল্পী পরিবেশনায় ছিলো, শারমিন লালনী, শানু সোভা মন্ডল, রমজান বাউল, আনোয়ার বাউল, সিবুদাস বাউল, হাবীব বাউল।
সংস্কৃতি প্রেমি বিভিন্ন শ্রেণিপেশায় শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠান ছিলো প্রাণবন্ত।
