
বালিয়াকান্দীর রামদিয়ায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে রামদিয়া বাজারে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৭০+) মরদেহ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার বলিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে উক্ত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে ওই বৃদ্ধা ৫/৬ দিন ধরে ঘোরাফেরা করছিল। তিনি বিভিন্ন দোকান থেকে খাবার খেয়ে জীবন চালাতেন। যে যা দিত তাই খেয়েই তিনি বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। গতকাল রোববার সন্ধ্যার পর বাজার জামে মসজিদ এলাকায় চলে যান। সকালে মসজিদের ওযুখানার পাশে ওই অজ্ঞাত মহিলার মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। এরপর বিষয়টি বালিয়াকান্দি থানাকে অবহিত করা হলে থানা পুলিশ উক্তস্থান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানায় নিয়ে যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বৃদ্ধার মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।