
রাস্তার উপর বক্স কালভার্ট নির্মাণ শুভ উদ্বোধন
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন আওতায় রাস্তার উপর বক্স কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোকমান চেয়ারম্যান পাড়া নতুন রাস্তায় ভাঙ্গন ঠেকাতে বক্স কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়ার গরিবের বন্ধু হিসেবে পরিচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা পিআইও আবু সাঈদ মন্ডল, ইউপি সচিব মোঃ মেনামুল হাসান মিন্টু, ঠিকাদার জুলহাস চৌধুরী সহ শত শত শিক্ষার্থী এবং স্থানীয় গণ্য ব্যক্তিবর্গ ।
এ সময় দৌলতদিয়া ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল দৈনিক রাজবাড়ী সময়কে বলেন , জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের দিকনির্দেশনায় আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি জনপ্রতিনিধিগণ তারই ধারাবিকতায় গ্রাম হবে শহর এই প্রতিপত্তকে সামনে রেখে আমি আমার ইউনিয়নকে শহর রূপে পরিনিতি করব ইনশাআল্লাহ।
দৌলতদিয়ায় ব্যাপক উন্নয়ন করার সুযোগ করে দিয়েছেন।কিছুদিন আগে ৭ নং ওয়ার্ডের দুইটি ব্রিজ উদ্বোধন করেছি। আজ ৪ নং ওয়ার্ডে ৩২ লক্ষ টাকা ব্যয় একটি বক্স কালভার্ট উদ্বোধন করলাম। আরো অনেক উন্নয়ন প্রকল্প দ্রুত সময়ের মধ্যে উদ্বোধন করব। কাজও দ্রুত সময়ের মধ্যেও শেষ করব।
এ সময় দৌলতদিয়া ইউনিয়ন বাসিন্দারা অবসরপ্রাপ্ত রহিম বিডিআরসহ অনেকে জানান, দৌলতদিয়া ইউনিয়নকে সাজাতে বারবার রহমান মন্ডল চেয়ারম্যান কে দরকার।
এ বিষয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, দৌলতদিয়া ইউনিয়নে একের পর এক উন্নয়নের জোয়ার লেগেছে,আজ ৪ নং ওয়ার্ডে ৩২ লক্ষ টাকা ব্যয় একটি বক্স কালভার্ট উদ্বোধন করা হয়েছে।
এই ইউনিয়নের চেয়ারম্যান একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত লাভ করেছে এটা আমি মনে করি।