
রাজবাড়ীর পাংশায় ৩ টি একনালা বন্দুকসহ সম্রাট বাহিনীর সদস্য ইমন গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার :
রাজবাড়ীর পাংশায় ৩টি একনলা বন্দুকসহ সন্ত্রাসী সম্রাট বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) পাংশার কলিমহর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমন মন্ডল (১৯) কে গ্রেফতার করে থানা পুলিশ। সে ওই এলাকার মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডলের ছেলে।
পাংশা মডেল থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কলিমহর পূর্বপাড়ায় ইমনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে সে পুলিশের নিকট স্বীকার করে, তার কাছে সম্রাট বাহিনীর তিনটি অবৈধ অস্ত্রেআছে রয়েছে। সেই অস্ত্রগুলো তার চাচা নাছির উদ্দিন মন্ডলের পুকুরের উত্তর – পশ্চিম কোনায় ঘাসের ভিতর লুকিয়ে রেখেছে। এরপর সেখান থেকে ইমন মন্ডল জিম্মায় থাকা দেশীয় তৈরী ৩টি সচল একনলা বন্দুক নিজ হাতে বের করে দেয়।
এ বিষয়ে ইমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।