
দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা রাজবাড়ী সময় পত্রিকার সম্পাদকের
নিউজ ডেস্ক, রাজবাড়ী সময় :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক রাজবাড়ী সময় (www.Dailyrajbarisomoy.com) এর সম্পাদক নাসির উদ্দীন সরদার।
সম্পাদক নাসির উদ্দীন বলেন, পবিত্র ঈদুল আযহা মানবজাতির জন্য নিয়ে আসে খুশি ও আনন্দের বার্তা। ধনী গরীব নির্বিশেষে সকলে মিলে আনন্দ উদযাপন করাটাই হলো ঈদের একমাত্র স্বার্থকতা। পবিত্র কুরবানী হলো মানব মনের কু-প্রবৃত্তিকে দমন করার প্রক্রিয়া।
আমরা যারা কুরবানীতে শরিক হবো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে গরীব দুঃখী অসহায় মানুষদের প্রতি। তারা যেনো কুরবানীর গোশত থেকে কোনক্রমেই বঞ্চিত না হয়। পবিত্র কুরবানী হোক সার্বজনীন।
ঈদুল আযহার আনন্দের বার্তা বয়ে যাক প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।