
রাজবাড়ীতে দাদশী ইউনিয়নে সিংগা বাজারে গরুর হাটের উদ্বোধন করেন, চেয়ারম্যান দেলোয়ার শেখ
রাজু আহমেদ, রাজবাড়ী
পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে দাদশী ইউনিয়নের সিংগা বাজারে পক্ষ থেকে নতুন গরুর হাটের এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) রাজবাড়ীর দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকায় এ হাটের উদ্বোধন করেন মো: দেলোয়ার হোসেন শেখ চেয়ারম্যান দাদচী ইউনিয়ন।
দেলোয়ার হোসেন শেখ, দৈনিক রাজবাড়ী সময় কে বলেন, প্রচন্ড রোদের কারণে বিভিন্ন জায়গার থেকে আসা পশুর ব্যাপারীদের যাতে কিছুটা কষ্ট লাঘব করা যায় সেজন্য নিরিবিলি পরিবেশে আম বাগানের নিচে এ গরুর হাট স্থাপন করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন আকবর খান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ আকবর খান, এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, এ সময় গরু ব্যাপারী ও ক্রেতা বলেন, এখানে আমরা এসেছি কম দামে গরু কিনতে পারছি আমরা কম দামে গরু কিনতে পেরে অনেক খুশি। তাই আপনারা আর দেরি না করে আজই চলে আসুন দাদশী ইউনিয়নের সিংগা বাজার হাটে। গরুর ব্যাপারী মোকসেদ আলী বলেন, এই হাটের পরিবেশ অনেক ভালো। আমাদের চেয়ারম্যান এমন সুন্দর একটি গরুর হাট আমাদেরকে উপর দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই।