
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেন।
১৫ মে বুধবার সকাল ১১ টায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা মুন্সী বলেন,আগামী ২১ মে একটি সুষ্ঠু,অবাধ নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে ও ভোটার তিনি আরো বলেন আমি আশা করি প্রত্যেকটা ভোটার বিন্দু ভোটকেন্দ্রে এসে নিজের স্বাধীনতার ভাবে ভোট দিতে পারবে সেই সাথে তিনি আরো বলেন সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পণ সমাজের আয়না তারা আমাদেরকে যা দেখাবে আমরা তাই দেখি সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করি।
তিনি আরো বলেন, সারা দেশে যাই হোক, আমার প্রত্যাশা গোয়ালন্দের নির্বাচনে অন্তত ৬৫/৭০ শতাংশ ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। সেইসাথে বিগত ৩ বছরের মেয়াদকালের কর্মকান্ড মূল্যায়ন করে উপজেলাবাসী তাকে আনারস প্রতীকে বিপুল ভোটে পুনরায় জয়ী করবেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃএর পরিচালক মোঃ সেলিম মুন্সি, এবং জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।