
মোঃ হামজা শেখ
রাজবাড়ীর পাংশায় সজিনা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার ২৯ এপ্রিল বিকাল তিনটার সময় পৌরসভার কুড়াপাড়া এলাকায় এঘটনা ঘটে।
ওই ব্যাক্তির নাম আব্দুল আজিজ ওরফে ফাজু মিয়া(৪৫) । সে একই এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে আব্দুল আজিজ সজিনা গাছে ওঠে সজিনা পাড়তে। এসময় গাছের উপর দিয়ে বিদ্যুতের তারে স্পর্শে মারা যান তিনি। স্থানীয়রা ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গাছ থেকে মরদেহ উদ্ধার করে।
পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সফিউদ্দিন ভূঁইয়া বলেন, বিকালে আমিসহ সঙ্গীয় ফোর্স টহলে বেড় হই। কুড়াপাড়া এলাকায় আসলে আমাদের দেখে স্থানীয়রা ডাকদেয়। গাড়ি থামিয়ে দেখি সজিনা গাছে একজন ঝুলে আছে। তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করি। এরপর বিদ্যুৎ অফিসের লোকের সহায়তায় গাছ থেকে মরদেহটি নামানো হয়। পরে মরদেহ সুরতহাল এর জন্য হাসপাতালে পাঠানো করা হয়।