
রাজু আহমেদ, রাজবাড়ী
প্রচন্ড গরমে বাহিরে বের হওয়াই যেন মুশকিল হয়ে পড়েছে মানুষের জন্য। তার উপরে মাঝ দুপুরের প্রখর রোদে যেন জীবন বেড়িয়ে যাওয়ার অবস্থা খেটে খাওয়া মানুষ সহ সাধারণ মানুষের। প্রচন্ড রোদে আবার হিট স্ট্রোকের ঝুঁকিও রয়েছে কয়েকগুন। এবার মানবতার একটি নজির স্থাপন করেছে গোয়ালন্দ ২০২৫ সালের এসএসসি পড়ুয়া শিক্ষার্থীরা ।
তারা ২৯ এপ্রিল মধ্যবেলার প্রচন্ড রোদের মধ্যে পৌর জামতলা, বাসস্ট্যান্ড এবং আশপাশের এলাকায় প্রায় ১ হাজার মানুষকে ঠান্ডা শরবত ও ঠান্ডা পানি পান করায়।
শরবত বিতরণ শুভ উদ্বোধন করেন পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল।
এ সময় উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন মৃদুল সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন, আজম,পিয়াস, ইফরান,দিহান,আদি,আরাফাত, রাকিব, শফিক প্রমুখ।
রিকশাচালক ভ্যানচালক শ্রমিক ও পথচারীরা শরবত পান করতে পেরে অনেক খুশি হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল জানান, এই প্রচন্ড রোদে সাধারণ মানুষের ঠান্ডা শরবত পান করানোর জন্য ছোট ভাই বেরাদার কে অনেক ধন্যবাদ জানাই সেই সাথে শরবত খাওয়াতে পেরে মানুষের চোখে মুখে যে আনন্দের হাসি ফুটে উঠেছে আমরা নিজেকে ধন্য মনে করি।