
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিশুদ্ধ পানির তৃষ্ণা মিটাতে টিউবওয়েল দিয়েছে শেখ ফাউন্ডেশনের সভাপতি আঃ বারেক শেখ ফারুক।
২৭ শে এপ্রিল শনিবার সকালে হাসপাতালের প্রধান ফটোকে স্থাপন করা হয় এই টিউবওয়েল
এ সময় উপস্থিত ছিলেন,শেখ ফাউন্ডেশনের সভাপতি ও সৌদি আরব জেদ্দা শহরের বিশিষ্ট ব্যবসায়ী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কৃতি সন্তান আঃ বারেক শেখ ফারুক,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম, সরকারি স্বাস্থ্য বিভাগের সিরাজুল ইসলাম প্রমুখ।
এই সময় গোয়ালন্দ উপজেলা হাসপাতালে আসা রোগীরা জানান, এখানে অনেকদিন টিউবওয়েল ছিলো না পানির জন্য আমাদের অনেক কষ্ট হতো। এখন টিউবওয়েল স্থাপন করেছে আমরা আরামে পানি ব্যবহার করতে পারবো। রোগীরা আরো বলেন যেই মানুষটি টিউবওয়েল দিয়েছে তার ও তার পরিবারের জন্য সবসময় দোয়া রইল।
এ সময় শেখ ফাউন্ডেশনের সভাপতি আঃ বারেক শেখ ফারুক বলেন,আমাদের সংগঠনটি একটি মানবিক সংগঠন। অরাজনৈতিক সংগঠন। আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে এ পর্যন্ত প্রায় ১ হাজার টিউবওয়েল বিতরণ করা হয়েছে। তাছাড়া অসুস্থ মানুষের সেবা। অসুস্থ মানুষের ওষুধ সেবা। গরিব মানুষের কন্যার বিয়ের সহযোগিতা। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ নির্মাণে সহযোগিতা। এগুলো আমরা আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে করে থাকি। তারই অংশবিশেষ আজ আমরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে টিউবওয়েল বিতরণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।