
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
“ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে সাজা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় রতনদিয়া ইউনিয়নের রুপসা মেধা চয়ন একাডেমীতে এই সভার আয়োজন করে কালুখালী উপজেলা মৎস্য অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন ( নিলুফা)। আরো উপস্থিত ছিলেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লতিফ মোল্লা
সভা সঞ্চালনা করেন, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক। সভায় জাটকা ইলিশ সংরক্ষণের নানা দিকনির্দেশনা দেন বক্তারা।