
মোঃ হামজা শেখ, রাজবাড়ী
পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী, ০১ জন সাজাপ্রাপ্ত আসামী ও ০৪ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ০৬ জন আসামী গ্রেফতার।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৩ টার দিকে পাংশা থানার এসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাংশা থানাধীন মৈশালা মৈত্রীডাঙ্গা সাকিনস্থ ধৃত আসামি এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আসামি ১/ মোঃ তুহিন শেখ (২৫), পিতা-মোঃ আবির শেখ, গ্রাম- মৈশালা মৈত্রীডাঙ্গা, থানা- পাংশা, জেলা –রাজবাড়ী এর নিকট হইতে ৩০ (ত্রিশ) টি টাপেন্টাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৯,০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন এবং উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এসআই/সাদিকুজ্জামান, এসআই/দিপঙ্কর কুন্ডু, এএসআই/শহিদুল ইসলাম, এএসআই/ সোহেল খান, এএসআই/ লিখন মিয়া হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর সাজা প্রাপ্ত আসামী ২। মোঃ সোবহান মিয়া (৪০), পিতা-মৃত খোরশেদ আলী মিয়া, গ্রাম- বিষ্ণুপুর, এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৩। মোঃ সামছুর রহমান ওরফে মফিজ, পিতা-মোঃ আবুল হারেজ মিয়া, সাং-চার ঝিকরি, ৪। মোতাহার হোসেন (৪৬), পিতা-মৃত হানেফ মন্ডল, গ্রাম- বলরামপুর, ৫। দুলাল হোসেন (৩৬), পিতা-মৃত হানেফ মন্ডল, গ্রাম- বলরামপুর, ৬। দিপক, পিতা-আনন্দ কুমার বিশ্বাস, গ্রাম- জোনা, সর্ব থানা- পাংশা, জেলা –রাজবাড়ীগণদের গ্রেফতার করেন।
২৩/০৪/২০২৪ তারিখে আসামীগণদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।