
বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুরে আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে তিনদিনব্যাপী ওয়াজ মাহফিল। মাহফিলকে ঘিরে বসতে শুরু করেছে বিভিন্ন দোকানপাট।
ত্রিলোচানপুর সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে বসেছে প্রায় ৪০-৫০ টি দোকান। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। এই দোকান বসিয়ে প্রতি দোকান থেকে ২ থেকে ৫ হাজার টাকা হারে অর্থ আদায় করেন বিদ্যালয়ের সভাপতি ইসমাইল ও সদস্যরা।
দোকানপাট বসানোর কারনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।
মাহফিলের জন্য আগামী রবিবার ঐচ্ছিক ছুটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বলেন যে টাকা এখান থেকে আদায় হয় সেটা সবকিছুই সভাপতি দেখভাল করেন। বিদ্যালয়ের ফান্ডে জমা দেন না। তবে স্কুলের উন্নয়ন কাজে ব্যয় করে থাকেন। আনুমানিক কত টাকা উত্তোলন হয় তাও তিনি বলতে পারেন না। বছরে দুইটি মাহফিলের কত টাকা আয় হয় এবং কত টাকা ব্যয় হয় সেটাও তিনি জানেন না।
বিদ্যায়ের সভাপতি ইসমাইলের সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তিনি নিজেকে ব্যস্ততা দেখান।
এব্যাপারে বালিয়াকান্দি প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক বলেন এব্যাপারে আমি আমার উদ্ধতন কর্মকর্তাকে অবগত করেছি। তিনিই এ বিষয় দেখবেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন বিদ্যালয়টি যাতে পাঠদানে কোন প্রকার ব্যাঘাত না ঘটে তার জন্য আমি ব্যবস্থা নিব।
এদিকে বিদ্যালয় চত্বর ও রসুলপুর এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা ভিড় করছে বিদ্যালয়ের চত্বর ও রাস্তার উপর দিয়ে। ছাত্র ছাত্রীদের চলাফেরায় ব্যাঘাত ঘটছে। ঘটতে পারে দূর্ঘটনা।