রাজবাড়ী ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ

রাজবাড়ীতে গৃহবধূ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

মোঃইমদাদুল হক রানাঃ

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার জামালপুর বাজারে তাহমিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নিহত তাহমিনার পরিবার ও এলাকাবাসী।
সকাল ১১টা থেকে চলা আধা ঘন্টার মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্য মোঃ মুরাদ তালুকদার, নিহতের স্বামী ইব্রাহিম তালুকদার, ছেলে ইয়াছিন তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, গত ১২ এপ্রিল রাতে গৃহবধু তাহমিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ সময় মৃতদেহের কাছে একটি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ পাওয়া যায়। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচারের দাবী জানান।

নিহতের স্বামী ইব্রাহিম তালুকদার বলেন, আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার লাশের পাশে একটি মোবাইল ফোন ও ব্লু-টুথ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে জামালপুর বাজারের ব্যবসায়ী ও আলোকদিয়া গ্রামের ওমর শেখের ছেলে সাগর শেখ পলাতক রয়েছে। আমি ঘটনার সাথে জড়িতদের সঠিক তদন্ত পুর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ইউপি সদস্য মোঃ মুরাদ তালুকদার বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ও ব্লু টুথটি থানায় প্রদান করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

রাজবাড়ীতে অগ্নিযুগের বিপ্লবী  কমরেড নেতা আশুভরদ্বাজের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ীতে গৃহবধূ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০২:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোঃইমদাদুল হক রানাঃ

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার জামালপুর বাজারে তাহমিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নিহত তাহমিনার পরিবার ও এলাকাবাসী।
সকাল ১১টা থেকে চলা আধা ঘন্টার মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্য মোঃ মুরাদ তালুকদার, নিহতের স্বামী ইব্রাহিম তালুকদার, ছেলে ইয়াছিন তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, গত ১২ এপ্রিল রাতে গৃহবধু তাহমিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ সময় মৃতদেহের কাছে একটি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ পাওয়া যায়। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচারের দাবী জানান।

নিহতের স্বামী ইব্রাহিম তালুকদার বলেন, আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার লাশের পাশে একটি মোবাইল ফোন ও ব্লু-টুথ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে জামালপুর বাজারের ব্যবসায়ী ও আলোকদিয়া গ্রামের ওমর শেখের ছেলে সাগর শেখ পলাতক রয়েছে। আমি ঘটনার সাথে জড়িতদের সঠিক তদন্ত পুর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ইউপি সদস্য মোঃ মুরাদ তালুকদার বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ও ব্লু টুথটি থানায় প্রদান করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।