
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ, এই পতিপাদ্য কে সামনে নিয়ে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী,আলোচনা সভা,ও পুরষ্কার বিতরণ ২০২৪ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় কালুখালী উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজারর সভাপতিত্বে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ডেইরি মালিক ও খামারীরা অংশগ্রহণ করে।
অতিথিবৃন্দরা স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। এবং পরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কালুখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃসাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ী ও ইউসুফ হোসেন মোল্লা,সদস্য- জেলা পরিষদ, রাজবাড়ী।