
মোঃ হামজা শেখ,
রাজবাড়ীর পাংশায় বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই এপ্রিল) পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পাংশা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, গান ও নৃত্যে ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বর্ষবরণ পালিত হয়।
বর্ষবরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাসুদুর রহমান রুবেল সহকারী কমিশনার ভুমি,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ,কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ,পাংশা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, উত্তম কুমার কুন্ডু,পাংশা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সী সহ অন্যানরা৷ উপস্থিত ছিলেন।