
ফরিদপুর জেলা প্রতিনিধিঃপল্লব রায়
ফরিদপুর সদর উপজেলা হাট গোবিন্দপুর ও চককৃষ্ণনগর সংযোগ স্বপ্নের সেতু কে ঘিরে ঈদুল-ফিতর উপলক্ষে আলোকসজ্জায় ১২ই এপ্রিল রোজ শুক্রবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একে আজাদ
অনুষ্ঠানে সভাপতি ও আলোকসজ্জায় সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন মোঃ কামাল হোসেন মোল্ল্যা।। এমপি মহোদয় এ সময় মঞ্চে আসন গ্রহন করার পড়ে তাকে অনুষ্ঠানের সভাপতি মোঃ কামাল হোসেন মোল্ল্যা ও ঈদ পূর্ণঃ মিলনী উদযাপন কমিটি পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে গ্রহন করে দেন
প্রতি বছরের মতো এবারো ঈদুল-ফিতর উপলক্ষে আলোকসজ্জার আয়োজন করে পূর্ণঃ মিলনী উদযাপন কমিটি। আয়োজনরা জানায় এবার দিয়ে মোট ষষ্ঠ বারের মত এই সংযোগ স্বপ্নের সেতু কে আলোকসজ্জায় সাজিয়েছে।
অনুষ্ঠানে শুরুতেই সভাপতি তার বক্তব্যে তিনি জানায় তাঁদের এই অনুষ্ঠানটা সঠিক ভাবে পরিচালনা করতে রাজনৈতিকভাবে বাধা প্রদান করা হচ্ছে এই রাজনৈতিক প্রভাবের জন্য ২০২৩ সালের অনুষ্ঠানের শেষ প্রস্তুতি চলা অবস্থায়, রাজনৈতিক প্রভাবের জন্য অনুষ্ঠানটা শেষ পয়ন্ত তাঁরা করতে পারে নাই, তাই মাননীয় সংসদ সদস্যর কাছে তিনি অনুরোধ জানান যাতে ২৩ সালের মতো আর কখনো অনুষ্ঠানে বন্ধ না করতে হয়।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে
বলেন ফরিদপুর জেলার মদ্ধে সুস্থ বিনোদন কেন্দ্র তেমন নেই, তিনি আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানায় একই সাথে ধন্যবাদ জানায় ব্রিজটিকে দেখতে আশা সকল দর্শনার্থীদের, তাঁর বক্তব্যে উঠে আসে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া কথা, তিনি বলেন এই এলাকার কেহ শিক্ষিত যুবক বেকার থাকবে না।।তিনি এই এলাকায় একটি ট্রেনিং সেন্টার তৈরি করতে চান।।এর জন্য এলাকাবাসীর কাছে জায়গা চান।। আরো বলেন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং দিয়ে ঢাকায় নিয়ে তাদের চাকরি ব্যবস্থা করে দিতে চান ,। তিনি বলেন ফরিদপুর জেলাকে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুন্দর জেলাতে পরিণত করতে চাই,। একই সাথে বেকারত্ব দূর করতে কাজ করতে চাই তিনি বলেন আগামী বছর এই সেতুতে আমি আবার আসতে চাই আরো সুন্দর করে সাজানো হবে ব্রিজটা।।আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এমপি মহোদয়।।
এসময় ব্রিজের সম্পূর্ণ অংশ ঘুরে দেখেন এবং ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে কথা বলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।।