
স্টাফ রিপোর্টারঃ আশিক হাসান সীমান্ত
শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার রাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্যা সুধী ও গুনিজনের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো,জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্যা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আ: করিম মোল্যা, মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহানগীর আলম, সমাজ সেবক মাহমুদ হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন হাফেজ আ: মালেক।