
রাজু আহমেদ, রাজবাড়ী
গোয়ালন্দ উপজেলায় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন মোস্তফা মুন্সী পরিবার।
৩১ মার্চ রবিবার সকালে উপজেলার এক দরিদ্র রিক্সা চালকের রিকশা মেরামত করে দিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক সেলিম মুন্সি।
খোঁজ নিয়ে শোনা যায়, অসহায় রিক্সাচালক জয়নাল প্রামানিক (৭৫) ভাঙ্গাচুর রিক্সা প্যাডেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য চোখে পড়ে পৌর ছাত্রলীগের মানবিক সভাপতি রাতুল আহমেদ সজলের। রাতুল আহমেদ সজল রিক্সা চালকের কিছু ভিডিও ফুটেজ নিয়ে সেলিম মুন্সীকে দেখালে সেলিম মুন্সী অসহায় রিকশাচালককে নতুন রিক্সা কিনে দিতে চান। কিন্তু বৃদ্ধা রিক্সাচালক তার এই প্যাডেল চালিত রিকশা স্মৃতি হিসেবে ধরে রাখতে চান। দরিদ্র রিক্সাচালক সেলিম মুন্সীকে অনুরোধ করেন এই ভাঙ্গা রিক্সা মেরামত করে দিতে। এরপরে গোয়ালন্দ বাজারের এরশাদ সাইকেল স্টোর থেকে রিক্সারটি মেরামত করে নতুনের মত করে দেয়া হয়।
মেরামতকৃত রিক্সাটি হাতে পেয়ে অসহায় রিকশাচালক জয়নাল প্রামানিক জানান, ভাঙ্গাচুরা ও লক্কর জক্কর রিক্সা চালাতে খুব কষ্ট হতো। এখন সেলিম মুন্সী ভাই রিক্সা ঠিক করে দিয়েছে। এই রিকশা চালিয়ে সংসারের চালাতে পারবো।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক সেলিম মুন্সি জানান,অসহায় রিকশাচালকের ভাঙাচোরা রিক্সা দেখে বিবেকে নাড়া দেয়। তার পরিবার যেন একটু ভালো থাকে সেজন্য রিক্সা মেরামত করে দিয়েছি।
পৌর ছাত্রলীগের মানবিক সভাপতি রাতুল আহমেদ সজল জানান, মোস্তফা মুন্সির পক্ষ থেকে সেলিম মুন্সী এর আগেও অনেক অসহায় মানুষের নতুন রিক্সা দিয়েছেন এবং অনেকের রিক্সা মেরামত করেও দিয়েছে। তাছারা গোয়ালন্দ উপজেলার মধ্যে মোস্তফা মুন্সী পরিবার অসহায় মানুষের বন্ধুর মত কাজ করে চলছে।