
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
২৫ মার্চ, ২০২৪ ইং রাজবাড়ী সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেরা প্রশাসনের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. রবিউল আলমের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির মূখ্য উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।তিনি বলেন, আমি মনে করি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বেশি গুরুত্বপূর্ণ।
সভায় অর্ধেক সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না। এখন আর আইন শৃঙ্খলা কমিটির সভায় আসতে ইচ্ছে করে না। শুধু শুধু সময় নষ্ট।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজবাড়ীতে ইটভাটার সংখ্যা বেড়েছে।
কৃষি জমি থেকে মাটি ইটভাটায় যাচ্ছে। রাস্তায় ক্ষতি হচ্ছে। নতুন রাস্তা নির্মাণের পর সেগুলো ৩ বছরের আগে মেরামত করা যায় না। রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে।
আমার কাছে অভিযোগ আসছে বিভিন্ন ইউনিয়ন থেকে মাটি ব্যবসায়ীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে ওই ইউনিয়নের পুলিশের সাথে চুক্তি না করলে মাটির ব্যবসা করতে দেওয়া হবে না। ৪০-৫০ হাজার টাকায় পুলিশের সাথে চুক্তি করতে হবে। এই বিষয়সহ অন্য আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আমি পুলিশ সুপারের সাথে কথা বলবো।
এমপি বলেন, রাজবাড়ীর গঙ্গাপ্রসাদপুর ও মেছোঘাটা এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে।
সবাই জানে কারা মাদক সেবন করছে, কারা মাদক ব্যবসা করছে। এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সভায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল, ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কৃষি কর্মকর্তা মো. জনি খান, সদর থানার উপ পরিদর্শক মো. সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, সাধারণ সম্পাদক ও মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধানের মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাটি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া কথা আসা ভিত্তিহীন।