
কবিঃ আশিক হাসান সীমান্ত
মন্দ হও আর ভালো হও
তবুও তুমি স্বামী;
খোদার পড়ে তোমায় আমি
বড় বলে জানি।
তুমি আমার জীবন সাথী
তুমি আশার আলো;
তোমায় ছাড়া ওগো স্বামী
কেমনে থাকি ভালো?
তোমার ভরসায় আমি
বেঁচে আছি জানি;
তুমি ছাড়া আমার জীবন
ধূধূ মরুভূমি।
তোমাকে যেদিন থেকে
পেয়েছি আমি;
সেদিন থেকে তোমায় কত
ভালোবেসে গেছি?
তুমি ছিলে আমার
নয়নের মণি;
তোমার সংসারে আমি
অটল থেকেছি জানি।
আমার জীবন থেকে
হাড়িয়ে যেওনা তুমি;
বেঁচে থাকো সারাজীবন
এই কামনা করি আমি।
তুমি আমাকে ধিক্কার দিয়ে
যতই বলো যাতা;
তবুও তুমি আমার মাথার
হয়ে থাকো ছাতা।
তুমি যখন কষ্ট দাও
দুনিয়া তখন হয় অন্ধকার;
তবুও তোমায় আমি
মনে করি বারবার।