রাজবাড়ী ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সময় টিভির ভুয়া সাংবাদিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার

কৃষ্ণ কুমার সরকার

১৪/০৩/২০২৪ রোজ বৃহস্পতিবার
রাজবাড়ীতে মো. নাজমুল হাসান মিন্টু (২৪) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আলী ভূইয়ার ছেলে।

সে নিজেকে সময় টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে সময় টেলিভিশনের একটি ভুয়া পরিচয়পত্র ও ভিজিডিং কার্ড জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, গ্রেফতারকৃত আসামি নিজেকে রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য, সময় টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার নামে রাজবাড়ীর খলিফাপট্রিতে অবস্থিত সমবায় আবাসিক হোটেলের ম্যানেজার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খলিফাপট্রি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে বলে জানিয়েছে পুলিশকে।
সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান জানান, অনেক দিন ধরেই সে প্রতারণা করে আসছে। সময় টেলিভিশনের ভূয়া পরিচয় দিয়ে সে ১০ জানুয়ারি হতে ২৬ জানুয়ারি পর্যন্ত সমবায় আবাসিক হোটেলে রাত্রিযাপন করে কোন ভাড়া না দিয়ে বরং সে উল্টো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ম্যানেজারের কাছে। তারই প্রেক্ষিতে ম্যানেজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।তিনি আরও জানান, সে কালুখালীর সোনাপুর মোড়ে অবস্থিত একটি হোটেল থেকে ৩০ প্যাকেট খাবার নিয়ে টাকা না দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ইউনুস কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন। তাছাড়া সে চাকরি দেওয়ার নাম করেও টাকা হাতিয়ে নিয়েছেন।
২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের কয়েকজন নারীকে ভালো বেতনে পত্রিকা অফিসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বেবি বেগম নামে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Tag :

রাজবাড়ীতে সময় টিভির ভুয়া সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত : ০৮:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার

কৃষ্ণ কুমার সরকার

১৪/০৩/২০২৪ রোজ বৃহস্পতিবার
রাজবাড়ীতে মো. নাজমুল হাসান মিন্টু (২৪) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আলী ভূইয়ার ছেলে।

সে নিজেকে সময় টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে সময় টেলিভিশনের একটি ভুয়া পরিচয়পত্র ও ভিজিডিং কার্ড জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, গ্রেফতারকৃত আসামি নিজেকে রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য, সময় টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার নামে রাজবাড়ীর খলিফাপট্রিতে অবস্থিত সমবায় আবাসিক হোটেলের ম্যানেজার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খলিফাপট্রি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে বলে জানিয়েছে পুলিশকে।
সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান জানান, অনেক দিন ধরেই সে প্রতারণা করে আসছে। সময় টেলিভিশনের ভূয়া পরিচয় দিয়ে সে ১০ জানুয়ারি হতে ২৬ জানুয়ারি পর্যন্ত সমবায় আবাসিক হোটেলে রাত্রিযাপন করে কোন ভাড়া না দিয়ে বরং সে উল্টো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ম্যানেজারের কাছে। তারই প্রেক্ষিতে ম্যানেজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।তিনি আরও জানান, সে কালুখালীর সোনাপুর মোড়ে অবস্থিত একটি হোটেল থেকে ৩০ প্যাকেট খাবার নিয়ে টাকা না দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ইউনুস কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন। তাছাড়া সে চাকরি দেওয়ার নাম করেও টাকা হাতিয়ে নিয়েছেন।
২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের কয়েকজন নারীকে ভালো বেতনে পত্রিকা অফিসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বেবি বেগম নামে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।