
রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪১৪০ (চার হাজার একশত চল্লিশ) কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ ও পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার।
আশিক হাসান সীমান্ত রাজবাড়ী
ইং-২৭/০২/২০২৪ তারিখ মূলে সাকিনস্থ পুলিশ লাইন্স গেটের সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া গামী হাইওয়ে সড়কের উপর চেক পোষ্ট ডিউট করা কালিন ঢাকা থেকে আসা একটি মিনি ট্রাক কুষ্টিয়া যাওয়ার পথে ঘটনাস্থলে আসা মাত্র গাড়িটিকে থামার সিগন্যাল দেয়। গাড়িটি থামার পর উক্ত গাড়ির চালক ১নং আসামীকে গাড়ীর কাগজপত্র প্রদর্শনের জন্য বলিলে সে কোন কাগজপত্র প্রদর্শন করিতে পারে নাই। উক্ত গাড়ির ড্রাইভার ও ২নং আসামী হেলপারকে ব্যপক জিজ্ঞাসাবাদ কালে তাহারা জানায় যে, ট্রাকের ভিতর নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ রহিয়াছে। পরবর্তীতে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন রেজা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ১। প্রত্যেকটি সাদা প্লাস্টিকের তৈরি সর্বমোট- ৫৮ (আটান্ন) বস্তা নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ, আহা সাদা ও নীল রং সহ বিভিন্ন রংয়ের এবং যাহার ওজন অনুমান-৪১৪০ কেজি, অর্থাৎ ১০৩.৫ মন, ল্য অনুমান-৬,২১,০০০/- টাকা, ২। একটি মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো ড-১২-০৯৬১, উচিচ নং-MB1AG34K2HRD61472, ইঞ্জিন নং-DHH500774P, ৩। ০২ (দুই) টি ভরপল, ৪। একটি ট্রাকের চাবি এসআই(নিঃ) মোঃ হুমায়ুন রেজা ইং-২৭/০২/২০২৪ তারিখ ১৫:৩০ টিকার সময় জব্দ করেন। আসামীদ্বয় পরিবেশগত ছাড়পত্র বিহীন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ পরিবহন রে ঢাকাসহ সারা দেশে বাজারজাত করছে। আটককৃত আসামী ১। মোঃ বেলাল হোসেন (২৫), মোবাঃ ৭৪১-৬৮৯১৯৮, পিতা-মোঃ নুরুল ইসলাম মুন্সী, সাং-দূর্গাপুর, পোঃ ফোরকানিয়া, থানা-বাকেরগঞ্জ, লা-বরিশাল, ২। মোঃ খায়রুল ইসলাম (১৯), মোবাঃ ০১৩০০-৭৫২০১৭, পিতা-জয়নাল শিকদার- -রায়পুর, পোঃ কাঠালতলি, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীদ্বয় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ তারজাতকরণ, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহণ করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লংঘন করে একই আইনের ১৫(১) এর ৪(ক), (খ) মোতাবেক দন্ডনীয় শাধ করেছেন। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানার মামলা নং-৪৫, তারিখ ২৭/০২/২০২৪ ধারা- ৬(ক)/১৫(১) এর ৪ (ক)/১৫(১) এর ৪ (খ) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ন, ১৯৯৫; (সংশোধিত ২০১০) রুজু করিয়া গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে করা হয়।