
গোয়ালন্দে দুঃস্থ অসহায়ের মাঝে কম্বল বিতরণ।
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে রাজবাড়ী-১ আসনের এমপি’র পক্ষ থেকে ৪ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা’র সভাপতিত্বে এ-সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. নিজাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লাসহ নেতৃবৃন্দ প্রমূখ।