
বাবলা চৌধুরী
পিতা তুমি আরেক বার ফিরে এসো
এসে পাশে দাঁড়াও !
আবার আমি সাহসী হবো
তোমার সেই সমর্থনের হাতটা বাড়াও-
এই হাতটা এসে যদি আজও তুমি ভালবেসে ধরো
আগের মতো যদি নিঃশব্দ এসে আজও তুমি পড়ার টেবিলের পাশে দাঁড়াও-
যেখানে দাঁড়াতে তুমি! সেখানে এখন মাতাল বাতাস!
টেবিলটা সেখানে নেই বহুদিন
আজও টের পাই সেইসব স্পর্শ
উপস্থিতি তোমার!
অপরিনত বয়সের অগনন ভুল আর
ভ্রান্তি শেষে- কেটে গেছে আমাদের
অনেকটা সময়-এখন পর্যাপ্ত অবসরে আমি।
তোমার কাছাকাছি এসে
পৌঁছে দেখি আজও সেখানেই
দাঁড়িয়ে তুমি!!
একাকী আইন ঘেঁটে দেখেছি আমি
আইন আর ক্ষমতার নীচে নানা অনাচার
তুমি এসে হাত ধরো-
আমার যাবতীয় তোমাতেই সমর্পিত
উঠে এসে হাত ধরো পিতা
আমি পুনরায় সাহসী হয়ে উঠি!!