
ষ্টাফ রিপোর্টার :
আমরা শহীদ ওহাব পুর ইউনিয়ন বাসী ফেসবুক গ্রুপের পক্ষ থেকে শহীদ ওহাব পুর ইউনিয়ন এর ধুলদীজয়পুর চৌরাস্তার মোড়ে আমরা শহীদ ওহাব পুর ইউনিয়ন বাসী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল আওয়াল খান ও জাহিদুল ইসলাম পিয়াল এর উদ্যোগে এবং সোলাইমান শেখ, শোয়েবুর রহমান রাজিব, বাসার শেখ,জাহাঙ্গীর প্রামানিক, ও প্রবাসী রাজু ও রাজিবসহ অন্যান্যের সার্বিক সহযোগিতায় কিছু শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ধুলদীজয়পুর এলাকার মেম্বার আঃ মান্নান খানসহ কোবাদ আলী শেখ, নাসির শেখ, আরিফ কাজী, কবির, ইছাক ফকির সহ গন্যমান্য ব্যক্তিবরগ। কম্বল পেয়ে খুশি অসহায় মানুষেরা। কম্বল বিতরণকালে আওয়াল খান ও জাহিদুল ইসলাম পিয়াল সকল ধনারধ মানুষ কে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।