
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলায় লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি এখনকার চাষিরা। খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় লাউ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তারা।
জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষি ভূমিতে লাউ চাষ করা হয়েছে। এ উপজেলার আবহাওয়া লাউ চাষের জন্য খুবই ভালো । তাছাড়া প্রয়োজনীয় কৃষি সামগ্রী এখানে সহজলভ্য। এসব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে কৃষকেরা লাউ চাষ করছেন। এক সময় যে জমিতে শুধু ধানই উৎপাদন হতো; সেখানে একদিকে ধান, পরে লাউ চাষের সঙ্গে সবজি হিসেবে মিষ্টি কুমড়া চাষ হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,সদর উপজেলার শহীদওয়াবপুর ইউনিয়নের বড় নুরপুর গ্রামে জাংলায় ঝুলছে সারি সারি লাউ। লাউ চাষ করে এরই মধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। চাষিরা বলছেন, অন্য সবজির চেয়ে লাউ চাষ লাভজনক। লাউ চাষে উৎপাদন ব্যয় কম অথচ আয় বেশি। তাই দিন দিন কৃষকেরা লাউ চাষের দিকে ঝুঁকছেন।
এলাকার কৃষক মোঃ বাচ্চু শেখ বলেন, ‘৫ শতক জমিতে লাউ চাষ শুরু করি। লাউ চাষে আমাদের খরচ হয়েছে ৩ হাজার টাকা। এরই মধ্যে প্রায় ৭০ হাজার টাকার লাউ বিক্রি করেছি।’ আরও কিছুদিন বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। আরো বলেন আমি টার্গেট নিয়েছি এবার লাউ বিক্রি করব এক লক্ষ টাকা।
এ বিষয় সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ জনি বলেন, লাউ চাষ ১২ মাস করা যায় তাই কৃষকরা এখন লাউ চাষ করা নিয়ে অনেক আগ্রহী হয়েছেন। বর্তমানে রাজবাড়ী সদর উপজেলায় ১৩৫ হেক্টর জমিতে লাউ চাষ হচ্ছে আমরা আশা করি আগামীতে কৃষকের এই লাউ চাষে আরো বৃদ্ধি পাবে।