রাজবাড়ী ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষানীতি শিক্ষক মর্যাদা ও জাতি গঠন রাজবাড়ী জেলার অন্তর্ভুক্ত গোয়ালন্দ উপজেলা এবং পৌরসভা জিয়া সাইবার ফোর্স- জেডসিএফের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন কেন্দ্রীয় কচি-কাচার মেলা আয়োজিত নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার প্রথম স্থান অর্জন। রাজবাড়ীতে লালন গীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন এর স্মরণে লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত রাজবাড়ীতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে শরৎ উৎসব অনুষ্ঠিত, নারুয়া-পাংশা সড়ক নদীগর্ভে, ঝুঁকিপূর্ণ যাতায়াত: বড় দুর্ঘটনার আশঙ্কা মুক্ত আনন্দের উদ্যোগে শরৎ চট্টোপাধ্যায়ের স্মরণে শরৎ সৌরভ অনুষ্ঠান অনুষ্ঠিত। রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্টে কবি আতাউর রহমান এর কাব্যগ্রন্থ জোছনা জননীর মুখ এর সৌজন্য কপি প্রদান। রাজবাড়ীতে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে  অনুষ্ঠিত হলো” চিঠি দিও” অনুষ্ঠান পাংশায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্টে কবি আতাউর রহমান এর কাব্যগ্রন্থ জোছনা জননীর মুখ এর সৌজন্য কপি প্রদান।

স্টাফ রিপোর্টার

গতকাল ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায়, রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্টে, নাসিম শফি দম্পতির হাতে কবি আতাউর রহমান তার কাব্যগ্রন্থ জোছনা ও জননীর মুখ, এর সৌজন্য কপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী থিয়েটার এর সভাপতি নাট্যজন কবি লেখক সাংস্কৃতিক বোদ্ধা ,সর্বজন আসাদুজ্জামান চৌধুরী বাবলা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, বিশ্বভরা প্রাণের সংগঠনিক সম্পাদক লেখক প্রাবন্ধিক উপস্থাপক, রাজ্জাকুল আলম, সংগঠনের সভাপতি মন্ডলী সদস্য ও কবি আলাওল হক বিশ্বাস। কবি লেখক কলামিষ্ট সম্পাদক আতাউর রহমান আন্তর্জাতিক শিল্প সাহিত্যিক সম্মেলন পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি। কবির হাতের কাব্যগ্রন্থ পেয়ে জনাব নাসিম শফি বলেন কবির নিজ হাতে কাব্যগ্রন্থ উপহার পেয়ে আনন্দিত বোধ করছি, এটা এক দারুন মুহূর্ত, কবিকে ধন্যবাদ ও কবি জন্য শুভকামনা। এ সময় নাট্যজন আসাদুজ্জামান চৌধুরী বলেন, আতাউর রহমানের কাব্যগ্রন্থ আমিও পেয়েছি , তার লেখা চিন্তা, দর্শন, উন্নত মানের। সমাজের অন্যায় অসংগতির বিরুদ্ধে সে সব সময় প্রতিবাদী ও সোচ্চার।সে একজন ভালো মনের এবং মানের  মানুষ বলে আমি তাকে জানি ও চিনি।  সাপ্তাহিক অনুসন্ধানে লেখালেখির সুবাদে তার সাথে আমার আশির দশক থেকে জানাশোনা এবং হৃদ্যতার বন্ধন। তার কাব্যগ্রন্থটি পাঠক নন্দিত হবে বলে আমার বিশ্বাস।এ সময় কবি আতাউর রহমান বলেন, জনাব নৌনাসিম শফি রাজবাড়ী জেলার সফল ব্যবসায়ী, সমাজসেবক, সংস্কৃতিবান্ধব  গুণী একজন মানুষ। রাজবাড়ীর বিভিন্ন অঙ্গনে তারঁ সরব পদচারণা। বিশেষ করে সমাজসেবা এবং সংস্কৃতিতে তিনি অত্যন্ত  আন্তরিক। মা -মাটি মানুষের প্রতি ভালবাসা,এবং তাদের পাশে থাকার মহৎ ইচ্ছাটা তাঁর প্রবল। তাঁর কর্মকান্ডে সমাজের সকল মহল উৎসাহিত ও আশান্বিত। তিনি প্রচুর বই পড়েন ও বই সংগ্রহকরেন। পাঠ লব্ধ জ্ঞানার্জনের পাশাপাশি, ব্যবসায়িক প্রয়োজনে দেশ-বিদেশ ভ্রমণ অভিজ্ঞতার ঝুলি তার অত্যন্ত সমৃদ্ধ। লেখালেখিও করেন লেখার হাত দারুন।     সমাজ সেবার নানা কর্মকাণ্ড তিনি যুক্ত আছেন।
তাঁর সহধর্মিনী শাহানানা নাসিম এক কর্মচ্ছল আন্তরিক মানবিক মানুষ।তিনি’ রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক, সংসারের পাশাপাশি উদ্যোক্তা হয়ে যোগ্যতার প্রমাণে উত্তীর্ণদের একজন সফল তোনারী। মেধা, সময়, অভিজ্ঞতা, চেষ্টা দিয়ে সমাজকে এগিয়ে নিতে অনেক কিছু নারীদেরও করার আছে। তিনি নারী জাগরণের এক অনন্য উদাহরণ সৃষ্টিতে সচেষ্ট ও সফল। নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার স্বপ্ন পূরণের অগ্রণীদের একজন।   এই গুনি ও সফল দম্পতির হাতে আমার প্রথম কাব্যগ্রন্থ “জোছনা ও জননীর মুখ’ তুলে দিতে পেরে আমি তৃপ্ত গর্বিত ও আনন্দিত। এই দম্পতির আগামী সুন্দর হোক। তাঁদের পদচারণায় রাজবাড়ী সুস্থ্য ,শুদ্ধ সংস্কৃতি চেতনার বিকাশ ঘটুক। সংস্কৃতির উর্বর ভূমি রাজবাড়ী আরো সমৃদ্ধ হোক। আতাউর রহমান আরো বলেন বিশ্বভরা প্রাণ রাজবাড়ী শাখার পক্ষ থেকে জনাব নাসিম শফিকে সংগঠনটির সাথে থাকার বিনীত আহব্বান জানালে এই তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেন,এতে আমারা আনন্দিত উৎসাহিত গর্বিত। আমরা এ জন্য  অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই । আমারা এই দম্পতির সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। এ সময় একই সাথে কবির ভগ্নিপতি  প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর হাতেও একটি সৌজন্য কপি তুলে দেন।

About Author Information

শিক্ষানীতি শিক্ষক মর্যাদা ও জাতি গঠন

রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্টে কবি আতাউর রহমান এর কাব্যগ্রন্থ জোছনা জননীর মুখ এর সৌজন্য কপি প্রদান।

প্রকাশিত : ০৭:৪৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার

গতকাল ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায়, রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্টে, নাসিম শফি দম্পতির হাতে কবি আতাউর রহমান তার কাব্যগ্রন্থ জোছনা ও জননীর মুখ, এর সৌজন্য কপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী থিয়েটার এর সভাপতি নাট্যজন কবি লেখক সাংস্কৃতিক বোদ্ধা ,সর্বজন আসাদুজ্জামান চৌধুরী বাবলা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, বিশ্বভরা প্রাণের সংগঠনিক সম্পাদক লেখক প্রাবন্ধিক উপস্থাপক, রাজ্জাকুল আলম, সংগঠনের সভাপতি মন্ডলী সদস্য ও কবি আলাওল হক বিশ্বাস। কবি লেখক কলামিষ্ট সম্পাদক আতাউর রহমান আন্তর্জাতিক শিল্প সাহিত্যিক সম্মেলন পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি। কবির হাতের কাব্যগ্রন্থ পেয়ে জনাব নাসিম শফি বলেন কবির নিজ হাতে কাব্যগ্রন্থ উপহার পেয়ে আনন্দিত বোধ করছি, এটা এক দারুন মুহূর্ত, কবিকে ধন্যবাদ ও কবি জন্য শুভকামনা। এ সময় নাট্যজন আসাদুজ্জামান চৌধুরী বলেন, আতাউর রহমানের কাব্যগ্রন্থ আমিও পেয়েছি , তার লেখা চিন্তা, দর্শন, উন্নত মানের। সমাজের অন্যায় অসংগতির বিরুদ্ধে সে সব সময় প্রতিবাদী ও সোচ্চার।সে একজন ভালো মনের এবং মানের  মানুষ বলে আমি তাকে জানি ও চিনি।  সাপ্তাহিক অনুসন্ধানে লেখালেখির সুবাদে তার সাথে আমার আশির দশক থেকে জানাশোনা এবং হৃদ্যতার বন্ধন। তার কাব্যগ্রন্থটি পাঠক নন্দিত হবে বলে আমার বিশ্বাস।এ সময় কবি আতাউর রহমান বলেন, জনাব নৌনাসিম শফি রাজবাড়ী জেলার সফল ব্যবসায়ী, সমাজসেবক, সংস্কৃতিবান্ধব  গুণী একজন মানুষ। রাজবাড়ীর বিভিন্ন অঙ্গনে তারঁ সরব পদচারণা। বিশেষ করে সমাজসেবা এবং সংস্কৃতিতে তিনি অত্যন্ত  আন্তরিক। মা -মাটি মানুষের প্রতি ভালবাসা,এবং তাদের পাশে থাকার মহৎ ইচ্ছাটা তাঁর প্রবল। তাঁর কর্মকান্ডে সমাজের সকল মহল উৎসাহিত ও আশান্বিত। তিনি প্রচুর বই পড়েন ও বই সংগ্রহকরেন। পাঠ লব্ধ জ্ঞানার্জনের পাশাপাশি, ব্যবসায়িক প্রয়োজনে দেশ-বিদেশ ভ্রমণ অভিজ্ঞতার ঝুলি তার অত্যন্ত সমৃদ্ধ। লেখালেখিও করেন লেখার হাত দারুন।     সমাজ সেবার নানা কর্মকাণ্ড তিনি যুক্ত আছেন।
তাঁর সহধর্মিনী শাহানানা নাসিম এক কর্মচ্ছল আন্তরিক মানবিক মানুষ।তিনি’ রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক, সংসারের পাশাপাশি উদ্যোক্তা হয়ে যোগ্যতার প্রমাণে উত্তীর্ণদের একজন সফল তোনারী। মেধা, সময়, অভিজ্ঞতা, চেষ্টা দিয়ে সমাজকে এগিয়ে নিতে অনেক কিছু নারীদেরও করার আছে। তিনি নারী জাগরণের এক অনন্য উদাহরণ সৃষ্টিতে সচেষ্ট ও সফল। নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার স্বপ্ন পূরণের অগ্রণীদের একজন।   এই গুনি ও সফল দম্পতির হাতে আমার প্রথম কাব্যগ্রন্থ “জোছনা ও জননীর মুখ’ তুলে দিতে পেরে আমি তৃপ্ত গর্বিত ও আনন্দিত। এই দম্পতির আগামী সুন্দর হোক। তাঁদের পদচারণায় রাজবাড়ী সুস্থ্য ,শুদ্ধ সংস্কৃতি চেতনার বিকাশ ঘটুক। সংস্কৃতির উর্বর ভূমি রাজবাড়ী আরো সমৃদ্ধ হোক। আতাউর রহমান আরো বলেন বিশ্বভরা প্রাণ রাজবাড়ী শাখার পক্ষ থেকে জনাব নাসিম শফিকে সংগঠনটির সাথে থাকার বিনীত আহব্বান জানালে এই তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেন,এতে আমারা আনন্দিত উৎসাহিত গর্বিত। আমরা এ জন্য  অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই । আমারা এই দম্পতির সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। এ সময় একই সাথে কবির ভগ্নিপতি  প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর হাতেও একটি সৌজন্য কপি তুলে দেন।