
রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা মাহমুদ হাসান কাজলের প্রতিবাদ
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ এলাকার আরিফ বাহিনীর প্রধান আরিফ ও যুবলীগ নেতা লিটু গ্রেপ্তারের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা এবং বসন্তপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকায় বসন্তপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান কাজল। এ সময় তিনি বলেন, একটি সুনির্দিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।
এ সময় আরও বক্তব্য রাখেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জালালউদ্দিন খাঁন এবং সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ। তারা বলেন, এ ধরনের অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বসন্তপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি, মো. সামাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন মোল্লা, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মো. বাসার খান, যুব বিষয়ক সম্পাদক জিহাদ মোল্লা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী সময় ডেস্ক 










