
স্টাফ রিপোর্টার
গতকাল ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে দশটায় মুক্ত জ্ঞান চর্চা গৃহে বিশ্ব ভরা প্রাণরাজবাড়ী এর উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলার শাখার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ভরা প্রাণ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও বরেণ্য বাচিক শিল্পী জাহান বশীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কবি বিধানচন্দ্র রায়, মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, অনুষ্ঠানে উপস্থিত সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, উপস্থিত কবি আলাওল হক বিশ্বাস, মুক্তানন্দের সাধারণ সম্পাদক নাট্যজন অজয় দাস তালুকদারসহ অনেকে। সভার প্রধান অতিথি বরেণ্য আবৃত্তি শিল্পী কবি সালাম তাসির ও কবি আতাউর রহমান এর কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা আবৃত্তি করেন, স্বরচিত কবিতা পাঠ করেন কবি আলাওল হক বিশ্বাস, কবি পারভিন হকের একটি কবিতা পাঠ করেন অজয় দাস তালুকদার। উপস্থাপনায় ছিলেন রাজ্জাকুল আলম । সভ্যতা বিকাশে সাহিত্য সংস্কৃতি ও কবি লেখকদের দায়বদ্ধতা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা হয়। সাহিত্য সংস্কৃতি সামাজিক দর্পণ সাহিত্য সমাজের অসঙ্গতি, সংকট ও সাফল্যকে প্রতিফলিত করে, সমালোচনা ও আলোচনার পথ তৈরি করে।মানবিক বন্ধন সাহিত্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সহমর্মিতা ও বোঝাপড়া সৃষ্টি করে। পরিবর্তনের হাতিয়ার । সাহিত্য সামাজিক রূপান্তর, ন্যায়বিচার ও প্রগতির চিন্তাকে অনুপ্রাণিত করতে পারে। সত্যের প্রতি নিষ্ঠা -সাহিত্যিকের দায়িত্ব হচ্ছে বাস্তবতা ও মানব অভিজ্ঞতার সত্যনিষ্ঠ প্রতিফলন তৈরি করা। নৈতিক অবস্থান- অসমতা, শোষণ ও অবিচারের বিরুদ্ধে সাহিত্যিকের নৈতিক অবস্থান গ্রহণ করা প্রয়োজন। বিবেকের কণ্ঠস্বর -সমাজ যখন নীরবতা পালন করে, সাহিত্যিকের দায়িত্ব হয় বিবেকের কণ্ঠস্বর হয়ে ওঠা।ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টিভঙ্গি -সাহিত্যিকের রচনা ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ও মূল্যবোধকে প্রভাবিত করে। এমন সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। প্রধান অতিথি জ্ঞানসঙ্গীর প্রকাশক তার প্রকাশনার অনেকগুলো বই মুক্ত জ্ঞানচর্চা গৃহের লাইব্রেরীতে প্রদান করেন। এ সময় মুক্ত আনন্দের সভাপতি ও কবি পারভিন হক সহ অনেকেই উপস্থিত ছিলেন। জনাব জাহান বশীর মুক্তজ্ঞান চর্চা গৃহের উদ্যোগকে স্বাগত জানান। আগামীতে বর্তমান মিলে শতাধিক বই প্রদানের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করলেন।


সন্ধ্যার পর ফরিদপুর থেকে আগত বিশ্বভারত প্রাণের সভাপতি ও কবি শফিক ইসলাম, কবি শোভারানী বিশ্বাস,জলের কবি জাহাঙ্গীর হোসেন সহ অনেকেই মুক্তজ্ঞান চর্চা গৃহ পরিদর্শন করেন, এবং সাহিত্য আলাপে মেতে উঠেন।

রাজবাড়ী সময় ডেস্ক 










