
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর উদ্যোগে দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন শুক্রবার শেষ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, মাদারীপুর, মানিকগঞ্জ ঢাকা, পাবনা, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৯০ জন কবি সাহিত্যিক এতে অংশ নেন। সাহিত্য সম্মেলন পরিণত হয় কবি-সাহিত্যিকদের মিলনমেলা।
অনুষ্ঠানের সমাপনী দিন শুক্রবার সাহিত্য সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মোট ১০ জন ব্যক্তিকে মীর মশাররফ হোসেন পদক ও সম্মাননা দেওয়া হয়।মীর মশাররফ হোসেন পদক প্রাপ্তরা হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া, ঢাকা ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. এনএএম মোমেনুজ্জামান, লেখক ও প্রাবন্ধিক ড. আবুল আহসান চৌধুরী। মীর মশাররফ হোসেন সম্মাননা পেয়েছেন কবি রোকসানা রহমান, আলোকচিত্র শিল্পী আব্দুল হালিম বিশ্বাস, কবি নিলয় বিশ্বাস, কবি মোল্লা মাজেদ, লিটলম্যাগ সাম্প্রতিক এর সম্পাদক আমিরুল বাশার এবং কবি তাহমিনা মুন্নী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তারিফ-উল-হাসান।অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, কবি ও কথা সাহিত্যিক রফিকুর রশিদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ইকবাল হোসেন, কবি স ম শামসুল আলম, বিশ্ব ভরা প্রাণ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সব্যসাচী আবৃত্তিশিল্পী জাহান বশীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন মীর মোশারফ হোসেন এর মত অমর কথা সাহিত্যিক এর সাহিত্য বিশ্লেষণে বলে মানবিক রাষ্ট্র গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সাহিত্য অসঙ্গতির কথা বলে জাগরণ ও মুক্তির কথা বলে। সাহিত্য-সংস্কৃতি ছাড়া জীবন অপর্ণ। সাহিত্য সংস্কৃতিই মানুষকে সমাজকে উজ্জীবিত করে আলোর পথ দেখায়।যে জাতি যত উন্নত সে জাতির সংস্কৃতি সাহিত্য তত উন্নত। শিক্ষা সাহিত্য সংস্কৃতি ছাড়া কোনো মানুষই পরিপূর্ণ নয়। শিল্প সাহিত্য মানুষের আলো ছড়ায়। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ সেই কাজটি করছে। গান কবিতা যেভাবে মুক্তিযুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছিল। সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব করে তোলে।অনুষ্ঠানে উপলক্ষে ইউসুফ বাশার আকাশের সম্পাদনায় প্রকাশিত কাব্যকথার অনুরণন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবিরা তাদের নিজ কণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বভরা প্রাণ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি বিধানচন্দ্র রায়, কচিকাঁচার মেলার সভাপতি ও কবি নুরুল হক আলম, সমকাল সুহৃদ সভাপতি কমলকে সরকার রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, বিশ্বভরা প্রাণ ফরিদপুর জেলার সভাপতি ও কবি শফিক ইসলাম,বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি ও কবি আতাউর রহমান,রাজবাড়ীসাহিত্য পরিষদের সেক্রেটারি ও কবি খোকন মাহামুদ, মুক্ত আনন্দ এর সভাপতি ও কবি পারভিন হক সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদার, এছাড়া উপস্থিত ছিলেন কবি নেহাল আহমেদ, কবি আলাউল হক বিশ্বাস কবি বাবলু মাওলা। শিক্ষক ছাত্র অভিভাবক সংস্কৃতিপ্রেমি সুধীমহলের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদ, ও বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম ও কবি ফারহানা মিলি।



রাজবাড়ী সময় ডেস্ক 










