স্পেশাল রিপোর্টার
গতকাল ১০ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১১টায় রাজবাড়ী সজ্জন কান্দা আনজুমান ই চিশতীয়ার আয়োজনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আঞ্জুমান ই চিশতীয়ার আয়োজনে “মানবতা সংগঠনের উদ্যোগে রাজবাড়ী দায়রা শরীফে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় ।
মানবতা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভপতি শাহ সুফী প্রফেসর ডঃ ফকীর আবদুর রশীদ চিশতী শতাধিক মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন। শুরুতেই তিনি সকলের সুখ শান্তি সমৃদ্ধিজন্য দোয়া ও মোনাজাত করেন।
মানবতার কল্যাণে এ কার্যক্রম কে অব্যাহত রাখার জন্য তিনি আঞ্জুমান ই চিশতিয়ার ও মানবতা সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা সংগঠনের সহ-সভাপতি শাহ মুজতবা রশীদ আল কামাল। সহ-সভাপতি শাহ মানসুর রশীদ আল মারুফ। মোহাম্মদ শহীদুর রহমান খান, ক্বারী মোঃ জয়নাল আবেদীন, আব্দুল গনি শিকদার প্রমূখ। উপস্থিত দুস্থরা শীতবস্তু পেয়ে সন্তোষ প্রকাশ করেন মানবতা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ সুফী প্রফেসর ডঃ ফকীর আবদুর রশীদ চিশতীর সুস্থতার ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।

রাজবাড়ী সময় ডেস্ক 










