
নতুন তিন গানের ঝড় তুলতে আসছেন শিল্পী নাসির উদ্দিন
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশের সংগীতাঙ্গনে যোগ হচ্ছে নতুন রঙ, নতুন সুর। আসছে তিনটি মৌলিক গান, যার প্রতিটিতেই আছে আলাদা আবেগ, সুর ও কথার আবেদন। গত ২৩ আগস্ট গানগুলোর রেকর্ড সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে এই গানগুলো।
প্রথম গানটির শিরোনাম— “তোর ছলনার প্রেমে পইড়া আমি যে কান্দিরে”। গানের কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই নাসির উদ্দিন, আর সুর করেছেন জয়নুল আবেদিন। ভিন্ন ধারার কথা ও আবেগঘন সুরের মিশ্রণে গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছেন শিল্পী।
দ্বিতীয় গান— “আর হবে না দেখা, আর হবে না কথা তোমার সাথে”। এ গানের কথা, সুর এবং কণ্ঠ সবই দিয়েছেন নাসির উদ্দিন নিজে। প্রেম, বিচ্ছেদ আর বেদনার গল্প যেন ভেসে উঠবে এই গানের প্রতিটি লাইনে।
তৃতীয় গান— “ভবের পাগল ঘুরে রাস্তায় মনের পাগল বৃন্দাবন”। এর কথা লিখেছেন গীতিকার শানু মল্লিক, সুর করেছেন মনির সওদাগর। আধ্যাত্মিক ভাব ও লোকজ ঘরানার সুর শ্রোতাদের নিয়ে যাবে অন্য এক জগতে।
তিনটি গানের মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার ও শিল্পী শামীম আশিক। আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার ও শ্রুতিমধুর অ্যারেঞ্জমেন্টে প্রতিটি গানই পেয়েছে নতুন মাত্রা।
শিল্পী নাসির উদ্দিন জানান—
“এই তিনটি গান আমার সংগীতজীবনের নতুন অধ্যায়। প্রতিটি গানের মাধ্যমে আমি শ্রোতাদের ভিন্ন ভিন্ন আবেগ উপহার দিতে চাই। আশা করি সবাই গানগুলো গ্রহণ করবেন এবং ভালোবাসবেন।”
শ্রোতাদের জন্য সুখবর, গানগুলো শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ও টেলিভিশন চ্যানেলে। সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ উপহার।