রাজবাড়ী ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষানীতি শিক্ষক মর্যাদা ও জাতি গঠন রাজবাড়ী জেলার অন্তর্ভুক্ত গোয়ালন্দ উপজেলা এবং পৌরসভা জিয়া সাইবার ফোর্স- জেডসিএফের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন কেন্দ্রীয় কচি-কাচার মেলা আয়োজিত নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার প্রথম স্থান অর্জন। রাজবাড়ীতে লালন গীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন এর স্মরণে লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত রাজবাড়ীতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে শরৎ উৎসব অনুষ্ঠিত, নারুয়া-পাংশা সড়ক নদীগর্ভে, ঝুঁকিপূর্ণ যাতায়াত: বড় দুর্ঘটনার আশঙ্কা মুক্ত আনন্দের উদ্যোগে শরৎ চট্টোপাধ্যায়ের স্মরণে শরৎ সৌরভ অনুষ্ঠান অনুষ্ঠিত। রাজবাড়ী রিপাবলিক রেস্টুরেন্টে কবি আতাউর রহমান এর কাব্যগ্রন্থ জোছনা জননীর মুখ এর সৌজন্য কপি প্রদান। রাজবাড়ীতে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে  অনুষ্ঠিত হলো” চিঠি দিও” অনুষ্ঠান পাংশায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নতুন তিন গানের ঝড় তুলতে আসছেন শিল্পী নাসির উদ্দিন

{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"0235ab0c30854f2dbfd37631cd1805b6","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নতুন তিন গানের ঝড় তুলতে আসছেন শিল্পী নাসির উদ্দিন

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশের সংগীতাঙ্গনে যোগ হচ্ছে নতুন রঙ, নতুন সুর। আসছে তিনটি মৌলিক গান, যার প্রতিটিতেই আছে আলাদা আবেগ, সুর ও কথার আবেদন। গত ২৩ আগস্ট গানগুলোর রেকর্ড সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে এই গানগুলো।

প্রথম গানটির শিরোনাম— “তোর ছলনার প্রেমে পইড়া আমি যে কান্দিরে”। গানের কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই নাসির উদ্দিন, আর সুর করেছেন জয়নুল আবেদিন। ভিন্ন ধারার কথা ও আবেগঘন সুরের মিশ্রণে গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছেন শিল্পী।

দ্বিতীয় গান— “আর হবে না দেখা, আর হবে না কথা তোমার সাথে”। এ গানের কথা, সুর এবং কণ্ঠ সবই দিয়েছেন নাসির উদ্দিন নিজে। প্রেম, বিচ্ছেদ আর বেদনার গল্প যেন ভেসে উঠবে এই গানের প্রতিটি লাইনে।

তৃতীয় গান— “ভবের পাগল ঘুরে রাস্তায় মনের পাগল বৃন্দাবন”। এর কথা লিখেছেন গীতিকার শানু মল্লিক, সুর করেছেন মনির সওদাগর। আধ্যাত্মিক ভাব ও লোকজ ঘরানার সুর শ্রোতাদের নিয়ে যাবে অন্য এক জগতে।

তিনটি গানের মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার ও শিল্পী শামীম আশিক। আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার ও শ্রুতিমধুর অ্যারেঞ্জমেন্টে প্রতিটি গানই পেয়েছে নতুন মাত্রা।

শিল্পী নাসির উদ্দিন জানান—
“এই তিনটি গান আমার সংগীতজীবনের নতুন অধ্যায়। প্রতিটি গানের মাধ্যমে আমি শ্রোতাদের ভিন্ন ভিন্ন আবেগ উপহার দিতে চাই। আশা করি সবাই গানগুলো গ্রহণ করবেন এবং ভালোবাসবেন।”

শ্রোতাদের জন্য সুখবর, গানগুলো শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ও টেলিভিশন চ্যানেলে। সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ উপহার।

Tag :
About Author Information

শিক্ষানীতি শিক্ষক মর্যাদা ও জাতি গঠন

নতুন তিন গানের ঝড় তুলতে আসছেন শিল্পী নাসির উদ্দিন

প্রকাশিত : ০৫:১৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নতুন তিন গানের ঝড় তুলতে আসছেন শিল্পী নাসির উদ্দিন

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশের সংগীতাঙ্গনে যোগ হচ্ছে নতুন রঙ, নতুন সুর। আসছে তিনটি মৌলিক গান, যার প্রতিটিতেই আছে আলাদা আবেগ, সুর ও কথার আবেদন। গত ২৩ আগস্ট গানগুলোর রেকর্ড সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে এই গানগুলো।

প্রথম গানটির শিরোনাম— “তোর ছলনার প্রেমে পইড়া আমি যে কান্দিরে”। গানের কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই নাসির উদ্দিন, আর সুর করেছেন জয়নুল আবেদিন। ভিন্ন ধারার কথা ও আবেগঘন সুরের মিশ্রণে গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছেন শিল্পী।

দ্বিতীয় গান— “আর হবে না দেখা, আর হবে না কথা তোমার সাথে”। এ গানের কথা, সুর এবং কণ্ঠ সবই দিয়েছেন নাসির উদ্দিন নিজে। প্রেম, বিচ্ছেদ আর বেদনার গল্প যেন ভেসে উঠবে এই গানের প্রতিটি লাইনে।

তৃতীয় গান— “ভবের পাগল ঘুরে রাস্তায় মনের পাগল বৃন্দাবন”। এর কথা লিখেছেন গীতিকার শানু মল্লিক, সুর করেছেন মনির সওদাগর। আধ্যাত্মিক ভাব ও লোকজ ঘরানার সুর শ্রোতাদের নিয়ে যাবে অন্য এক জগতে।

তিনটি গানের মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার ও শিল্পী শামীম আশিক। আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার ও শ্রুতিমধুর অ্যারেঞ্জমেন্টে প্রতিটি গানই পেয়েছে নতুন মাত্রা।

শিল্পী নাসির উদ্দিন জানান—
“এই তিনটি গান আমার সংগীতজীবনের নতুন অধ্যায়। প্রতিটি গানের মাধ্যমে আমি শ্রোতাদের ভিন্ন ভিন্ন আবেগ উপহার দিতে চাই। আশা করি সবাই গানগুলো গ্রহণ করবেন এবং ভালোবাসবেন।”

শ্রোতাদের জন্য সুখবর, গানগুলো শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ও টেলিভিশন চ্যানেলে। সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ উপহার।